নিজস্ব প্রতিবেদক:
বিশেষ প্রতিবেদন :”শুক্রবার জুম’আর নামাজের পরে সকলে এক যোগে বেসিনে হারপিক- ব্লিচিং পাউডার ঢেলে ডেঙ্গু প্রতি করা যাবে”
এমন একটি মেসেজ ভাইরাল হয়েছে…
সাবধান, ভুলেও এমনটি করবেন না। এটি একরকম স্যাবোটাজ। দেশকে সংকটাপন্ন করতে এই ষড়যন্ত্র করা হচ্ছে। এমনটি করলে প্রাকৃতিক চরম বিপর্যয় নেমে আসতে পারে। আর প্রাকৃতিক বিপর্যয় থেকে রাজা-উজির- প্রজা কেহ রক্ষা পাবে না। ডেঙ্গু ভাইরাসে যে ক্ষতি হবে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি ক্ষতি হবে এমনটি করলে। আর তার তেজষ্ক্রীয়তা ভোগাবে বছর বছর ধরে, যেমনটি -হিরোসিমায় এখনো বিকলাঙ্গ শিশু জন্ম নেয়।
প্রসঙ্গত: ডেঙ্গু রাজকীয় মশা। বাসা বাড়ির আনাচে কানাচে বসবাস করে, স্বচ্ছ বদ্ধ পানিতে ডিম পাড়ে। নোংড়া ও স্রোতধারার ড্রেনের পানিতে ডিম পারে না। আসুন নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার- পরিচ্ছন্ন করে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখি। নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন। জাতীয় সমস্যা/প্রাকৃতিক দুর্যোগ সকলে সম্মিলিত ভাবেই মোকাবেলা করতে হবে যার যার অবস্থান থেকে।
“আলো আসবেই”