ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চার দশক পর কবরী ও সোহেল রানা জুটি

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০১:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯
  • ২৮০ বার পড়া হয়েছে

অনলাইন বিনোদন ডেস্ক: ‘মনের রঙে রাঙাব, বনের ঘুম ভাঙাব’ গানটির শুনলে যাঁর মুখ ভেসে ওঠে, তিনি কবরী। সত্তরের দশকে মাসুদ রানা ছবির এ গানে ঠোঁট মিলিয়েছিলেন কবরী। সোহেল রানা ছিলেন সেই সিনেমার নায়ক। চার দশক পর আবার তাঁরা দুজন আসছেন বড় পর্দায়। সরকারি অনুদানে নির্মিতব্য এ ছবির নাম এই তুমি সেই তুমি। অভিনয়ের পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন কবরী।
মাসুদ রানা ছাড়াও কবরী এবং সোহেল রানা অভিনয় করেছিলেন প্রেম বন্ধন ও গোপন কথা নামের দুটি সিনেমায়। সত্তরের দশকের পর অবশ্য একসঙ্গে আর কোনো ছবিতে কাজ করা হয়নি তাঁদের। কয়েক বছর আগে অবশ্য আবার আসিব ফিরে নামের একটি নাটকে অভিনয় করেছিলেন তাঁরা। এটি ছিল জুটি হিসেবে তাঁদের প্রথম টেলিভিশন নাটক।
সোহেল রানার প্রথম ছবি মাসুদ রানার নায়িকা ছিলেন কবরী। সেই সময়কার কথা মনে করে বরেণ্য এই চিত্রনায়ক বলেন, ‘প্রথম ছবি থেকেই আমরা পরস্পরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছি। আমাদের সময়কার একজন সহশিল্পী ছবি বানাচ্ছেন, কয়েক দিন আগে এক আড্ডায় ছবির প্রসঙ্গও এল। তাই বেশি কিছু জানতে চাইনি। নিশ্চয় আমার সঙ্গে মানায় এমন একটি চরিত্রেই কাজ করব। এই ছবিতে কাজের ক্ষেত্রে পরস্পরের প্রতি মমত্ববোধ, ভালো লাগা, ভালোবাসা, শ্রদ্ধার ব্যাপারটি কাজ করেছে। তিনি যে আমার কথা মনে রেখেছেন, সেটা ভেবে ভালো লেগেছে। মনে হচ্ছে, এই কাজের ফাঁকে পুরোনো শিল্পীদের সঙ্গে একটা চমৎকার আড্ডা হবে।’
কবরী বলেন, ‘কদিন আগে তাঁকে দেখতে উত্তরার বাসায় গিয়েছিলাম। আড্ডা দিচ্ছিলাম। দেশ, সমাজ, রাজনীতি নিয়ে আলাপ শেষে যখন চলে আসব, তখন আমার এই ছবির প্রসঙ্গ ওঠে। গল্পটা তাঁকে আগেও শুনিয়েছিলাম। সেদিন শুনে বললেন, আমি থাকছি। আমাকে বাদ দিচ্ছেন কেন? তাঁর এমন আন্তরিকতাপূর্ণ স্বর শুনে বিস্মিত হয়েছি।’
সোহেল রানা প্রসঙ্গে কবরী বলেন, ‘সোহেল রানা একসময় তুখোড় ছাত্রনেতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের ভিপি ছিলেন। মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছেন। একজন মানুষ যে ভালো হতে পারেন, তা শুধু চলচ্চিত্রে অভিনয় দিয়ে নয়, আরও নানা গুণের কারণে তিনি আমাদের কাছে অনন্য হয়ে ওঠেন। আমিও তাঁকে সেভাবেই মূল্যায়ন করি। আবারও আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি, নিশ্চয়ই চমৎকার কিছু সময় কাটবে আমাদের।’
অক্টোবরে এই তুমি সেই তুমি ছবির শুটিং শুরু হচ্ছে। তার আগে ছবির গানের কাজ শেষ করতে চান পরিচালক ও অভিনয়শিল্পী কবরী। পরিচালক হিসেবে তিনি নির্মাণ করেছেন আয়না নামের একটি ছবি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্ত ঝরিয়ে পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই: হাসনাত

চার দশক পর কবরী ও সোহেল রানা জুটি

আপডেট সময় : ০১:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯

অনলাইন বিনোদন ডেস্ক: ‘মনের রঙে রাঙাব, বনের ঘুম ভাঙাব’ গানটির শুনলে যাঁর মুখ ভেসে ওঠে, তিনি কবরী। সত্তরের দশকে মাসুদ রানা ছবির এ গানে ঠোঁট মিলিয়েছিলেন কবরী। সোহেল রানা ছিলেন সেই সিনেমার নায়ক। চার দশক পর আবার তাঁরা দুজন আসছেন বড় পর্দায়। সরকারি অনুদানে নির্মিতব্য এ ছবির নাম এই তুমি সেই তুমি। অভিনয়ের পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন কবরী।
মাসুদ রানা ছাড়াও কবরী এবং সোহেল রানা অভিনয় করেছিলেন প্রেম বন্ধন ও গোপন কথা নামের দুটি সিনেমায়। সত্তরের দশকের পর অবশ্য একসঙ্গে আর কোনো ছবিতে কাজ করা হয়নি তাঁদের। কয়েক বছর আগে অবশ্য আবার আসিব ফিরে নামের একটি নাটকে অভিনয় করেছিলেন তাঁরা। এটি ছিল জুটি হিসেবে তাঁদের প্রথম টেলিভিশন নাটক।
সোহেল রানার প্রথম ছবি মাসুদ রানার নায়িকা ছিলেন কবরী। সেই সময়কার কথা মনে করে বরেণ্য এই চিত্রনায়ক বলেন, ‘প্রথম ছবি থেকেই আমরা পরস্পরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছি। আমাদের সময়কার একজন সহশিল্পী ছবি বানাচ্ছেন, কয়েক দিন আগে এক আড্ডায় ছবির প্রসঙ্গও এল। তাই বেশি কিছু জানতে চাইনি। নিশ্চয় আমার সঙ্গে মানায় এমন একটি চরিত্রেই কাজ করব। এই ছবিতে কাজের ক্ষেত্রে পরস্পরের প্রতি মমত্ববোধ, ভালো লাগা, ভালোবাসা, শ্রদ্ধার ব্যাপারটি কাজ করেছে। তিনি যে আমার কথা মনে রেখেছেন, সেটা ভেবে ভালো লেগেছে। মনে হচ্ছে, এই কাজের ফাঁকে পুরোনো শিল্পীদের সঙ্গে একটা চমৎকার আড্ডা হবে।’
কবরী বলেন, ‘কদিন আগে তাঁকে দেখতে উত্তরার বাসায় গিয়েছিলাম। আড্ডা দিচ্ছিলাম। দেশ, সমাজ, রাজনীতি নিয়ে আলাপ শেষে যখন চলে আসব, তখন আমার এই ছবির প্রসঙ্গ ওঠে। গল্পটা তাঁকে আগেও শুনিয়েছিলাম। সেদিন শুনে বললেন, আমি থাকছি। আমাকে বাদ দিচ্ছেন কেন? তাঁর এমন আন্তরিকতাপূর্ণ স্বর শুনে বিস্মিত হয়েছি।’
সোহেল রানা প্রসঙ্গে কবরী বলেন, ‘সোহেল রানা একসময় তুখোড় ছাত্রনেতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের ভিপি ছিলেন। মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছেন। একজন মানুষ যে ভালো হতে পারেন, তা শুধু চলচ্চিত্রে অভিনয় দিয়ে নয়, আরও নানা গুণের কারণে তিনি আমাদের কাছে অনন্য হয়ে ওঠেন। আমিও তাঁকে সেভাবেই মূল্যায়ন করি। আবারও আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি, নিশ্চয়ই চমৎকার কিছু সময় কাটবে আমাদের।’
অক্টোবরে এই তুমি সেই তুমি ছবির শুটিং শুরু হচ্ছে। তার আগে ছবির গানের কাজ শেষ করতে চান পরিচালক ও অভিনয়শিল্পী কবরী। পরিচালক হিসেবে তিনি নির্মাণ করেছেন আয়না নামের একটি ছবি।