নিজস্ব প্রতিবেদকঃ ৮ই আগস্ট বৃহস্পতিবার রাত ৯ টায় বরিশাল লঞ্চঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ঢাকা গামি পারাবাত ১২ লঞ্চে অভিযান চালিয়ে ৯ টি বস্তায় ১৩৫০০ কেজি, পরিবেশের জন্য ক্ষতিকারক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
বরিশাল লঞ্চঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল।
মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলভুক্ত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৬ক লংঘন করে পরিবেশের জন্য ক্ষতিকারক নিষিদ্ধ পলিথিন পরিবহন করার অপরাধে। পারাবাত ১২ লঞ্চকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা।