নিজস্ব প্রতিবেদকঃ আজ ৮ আগস্ট শুক্রবার সকাল ১০ টায়। জেলা ক্রীড়া সংস্থা ও সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর), সনকারি শিশু পরিবার বালিকা (দক্ষিণ), শিশু পরিবার বালক ও সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মাঝে সব ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল।
ক্রিড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মামুন তালুকদার উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল। বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার বরিশাল, কৃষিবিদ মোঃ তৌহিদ,সুব্রত বিশ্বাস দাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল। বিজ্ঞানী ড. কিবরিয়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অফিসার, মোঃ মাহফুজুর রহমান, সাজ্জাদ পারভেজ প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ।
শিশু পরিবারের শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে ক্রিকেট সেট, ফুটবল, ক্রাম বোর্ড, দাবা, লুডু, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন । পরে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা শিশু পরিবার বালিকা (দক্ষিণ) এর কম্পাউন্ডে ফলজ বৃক্ষ রোপন করেন।