মোঃ শাহাজাদা হিরা:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা প্রশাসন বরিশাল এর নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ ৯ আগস্ট সন্ধ্যায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এর সার্বিক নির্দেশনায় বরিশাল নগরীর বিভিন্ন স্থানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। নগরীর জাগুয়া বাজার গরুর হাট এবং চৌমাথা বাজার গরুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, ক্রেতা বিক্রেতা ও ইজারাদারদের সাথে কথা বলেন। পাশাপাশি রুপাতলী বাসস্ট্যান্ড এবং বরিশাল লঞ্চঘাটে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহনসহ বিভিন্ন বিষয় নিয়ে যাত্রী, লঞ্চ ও বাস মালিকদের সাথে কথা বলেন তিনি। মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সাব্বির আহমেদ, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল। আরও উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ।
শিরোনাম :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা প্রশাসন বরিশাল এর নিয়মিত মনিটরিং কার্যক্রম
-
বার্তা কক্ষ
- আপডেট সময় : ১০:৫৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯
- ২২৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ