অনলাইন নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর রূপনগরের একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
রাজধানীর মিরপুর ৭ রূপনগর থানার পেছনে চলন্তিকার মোড়ে বস্তিতে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। লাগা আগুনের ভয়াবহতা আরও বেড়েছে।
‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের ব্যাপকতা দেখে পরে আরও ইউনিট বাড়ানো হয়। এখন মোট ২০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।’’ ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রথমে ১২টি ও পরে ৩টি ইউনিট পাঠানো হয়। শেষ খবর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বরং আগুনের ভয়াবহতা বাড়ায় আরও ৫টি ইউনিট পাঠানো হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে মোট ২০টি ইউনিট কাজ করছে।
ঈদের ছুটি থাকার কারণে বস্তির অনেক বাসিন্দা গ্রামের বাড়িতে অবস্থান করছেন বলে “অধিকাংশ ঘর তালাবন্ধ থাকায় আগুনে সব কিছু পুড় ছাঁই হয়ে যাচ্ছে। আসবাব রক্ষার তৎপরতাও দেখা যাচ্ছে না।”
ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুর সেকশন-৭ রূপনগর থানার পেছনে চলন্তিকার মোড়ে বস্তিতে লাগা ভয়াবহ আগুন সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) জিল্লুর রহমান। তিনি বলেন, রাত ১০টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এতে চার জন আহত হয়েছে, নিহতের কোনো খবর পাওয়া যায়নি।