ফয়জুল হাকীম, ঢাকা:
আজ দুপুরে মীরপুর ৭ নং সেক্টরস্থ চলন্তিকা বস্তিবাসী মানুষের অবস্থা সচক্ষে দেখতে গেলাম।ভয়াবহ অবস্থা। গতকাল রাতে আগুন লেগে মূহুর্তের মধ্যে পুরো এলাকায় আগুনের বিস্তার❓ স্থানীয়দের ভাষ্য হাজারের বেশী ঘর আগুনে পুড়ে ছাই। আশ্রয়হীন হাজারো মানুষের আহাজারি। সরকারি হাউজিং এর নীচু জমিতে ছিল এই বস্তি।বস্তিতে ভাড়া দিয়েই বসবাস করতো
গার্মেন্টস শ্রমিক, রিক্সাচালক,হোটেল মশলা পেশা শ্রমিক, বাস-টেম্পোর চালক-হেল্পার,গৃহকাজে নিয়োজিত শ্রমিক প্রভৃতি শ্রমজীবী পরিবার। ঢাকায় এমন আরও অনেক বস্তি আছে কিন্তু এসব বস্তিতে নিরাপদ পানি, পয়ঃপ্রণালি ব্যবস্থা, গ্যাস বিদ্যুৎ সংযোগ নেই। কিভাবে এই মানুষেরা বেঁচে আছে সে ব্যাপারে সিটি করপোরেশনের কোন মাথা ব্যথা নেই। সরকারের গৃহায়ণ নীতিতে শহরের বাস্তুহারা জনগণের গুরুত্ব নেই। মাঝেমধ্যে অজ্ঞাত কারণে আগুন লেগে বস্তিবাসী মানুষেরা হন উদ্বাস্তু।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- চলন্তিকা বস্তিবাসীর স্বপ্ন পুড়ে ছাই
চলন্তিকা বস্তিবাসীর স্বপ্ন পুড়ে ছাই
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ১০:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯
- ৫১৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ