নিজস্ব প্রতিবেদক: নথুল্লাবাদ -চৌমাথা সড়কের কাজিপাড়া তিন মুখের সামনে নেশাগ্রস্ত মাহিন্দ্রা ড্রাইভারের কারনে ট্রাকের সাথে ধাক্কায় আহত মাহিন্দ্রা ড্রাইভার, সদর হাসপাতালে ভর্তি।
তথ্য সূত্রে জানা যায় নথুল্লাবাদ থেকে রুপাতলিগামী ট্রাক ঢাকা মেট্রো – ট-১৪-৫৩৮২ কাজিপাড়ার তিন রাস্তার মোড়ে আসলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মাহিন্দ্রা বরিশাল মেট্রো- থ-১১-০৭৯৯ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা ড্রাইভার শান্ত আহত হয়। আহত শান্তকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য মাহিন্দ্রা টি বেপরোয়া গতিতে রং সাইড দিয়ে আসছিল। তাকে উদ্ধারের সময়ে তাকে স্বাভাবিক বলে মনে হয়নি। কিছুটা নেশাগ্রস্ত হওয়ার জন্যই মূলত এই দুর্গটনা।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- বরিশালে ট্রাক – মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ – আহত ১
বরিশালে ট্রাক – মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ – আহত ১
-
বার্তা কক্ষ
- আপডেট সময় : ১২:৩১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯
- ২৫৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ