ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৯:৪২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯
  • ১২৭৫ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ভাইটশালি গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুর ১ টার দিকে এ হৃদয় বিদারক ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের নাম ইমরান (৭) ও আয়েশা (৫)। তারা স্থানীয় ভাইটশালি নুরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুঠিয়ার ভাইটশালি গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে ইমরান ও মেয়ে আয়েশা প্রতিদিনের ন্যায় মাদ্রাসা থেকে ফিরে বাড়ি সংলগ্ন ভাইটশালি জামে মসজিদের পুকুরে গোসল করতে যায়। সময় পুকুর সংলগ্ন রাস্তা দিয়ে সাইকেলযোগে স্থানীয় শহিদ নামের এক ব্যক্তি যাওয়ার সময় পুকুরে শিশু আয়েশাকে ভাসতে দেখেন। শহিদের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে প্রথমে শিশু আয়েশাকে উদ্ধার করে এবং পরে ওই পুকুরে ২ জোড়া জুতা ভাসতে দেখে পুকুরে তল্লাশি চালিয়ে ডুবে থাকা শিশু ইমরানকেও উদ্ধার করা হয়। পরবর্তীতে ওই দুই শিশুকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই ভাই-বোনের এহেন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী জানিয়েছে, ওই দুই শিশুর পিতা আলমগীর রাজধানীতে বাবুর্চি’র কাজ করেন। ওই দুটি ভীন্ন তাদের আর কোনো সন্তান নেই। সন্তানদের হারিয়ে বাবা-মা সহ স্বজনরা শোকে কাতর হয়ে পড়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুতে ওই এলাকায় এখন শেকাবহ পরিবেশ বিরাজ করছে। দুই ভাই-বোনের মৃত্যু নিয়ে যেহেতু কারো প্রতি পরিবারের কোন অভিযোগ নেই, সেহেতু তাদের স্বাভাবিক ভাবেই দাফন সম্পন্ন করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্ত ঝরিয়ে পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই: হাসনাত

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় : ০৯:৪২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ভাইটশালি গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুর ১ টার দিকে এ হৃদয় বিদারক ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের নাম ইমরান (৭) ও আয়েশা (৫)। তারা স্থানীয় ভাইটশালি নুরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুঠিয়ার ভাইটশালি গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে ইমরান ও মেয়ে আয়েশা প্রতিদিনের ন্যায় মাদ্রাসা থেকে ফিরে বাড়ি সংলগ্ন ভাইটশালি জামে মসজিদের পুকুরে গোসল করতে যায়। সময় পুকুর সংলগ্ন রাস্তা দিয়ে সাইকেলযোগে স্থানীয় শহিদ নামের এক ব্যক্তি যাওয়ার সময় পুকুরে শিশু আয়েশাকে ভাসতে দেখেন। শহিদের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে প্রথমে শিশু আয়েশাকে উদ্ধার করে এবং পরে ওই পুকুরে ২ জোড়া জুতা ভাসতে দেখে পুকুরে তল্লাশি চালিয়ে ডুবে থাকা শিশু ইমরানকেও উদ্ধার করা হয়। পরবর্তীতে ওই দুই শিশুকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই ভাই-বোনের এহেন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী জানিয়েছে, ওই দুই শিশুর পিতা আলমগীর রাজধানীতে বাবুর্চি’র কাজ করেন। ওই দুটি ভীন্ন তাদের আর কোনো সন্তান নেই। সন্তানদের হারিয়ে বাবা-মা সহ স্বজনরা শোকে কাতর হয়ে পড়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুতে ওই এলাকায় এখন শেকাবহ পরিবেশ বিরাজ করছে। দুই ভাই-বোনের মৃত্যু নিয়ে যেহেতু কারো প্রতি পরিবারের কোন অভিযোগ নেই, সেহেতু তাদের স্বাভাবিক ভাবেই দাফন সম্পন্ন করা হয়েছে।