জনাকীর্ণ পরিবেশে শোকাবহ আগস্টের স্মরণে বরিশালের ইতিহাসে সবচেয়ে বড় কলেবরে আয়োজিত সভা বঙ্গবন্ধু উদ্যানে।
প্রচন্ড রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে বেলা ১১টার আগেই বরিশাল বিভাগের সবগুলো জেলা থেকে নৌ ও স্থল পথে বিভিন্ন যানবাহনে ভয়াল সেই কালরাত্রির বর্ণনা শোনার জন্য এসে জমায়েত হতে থাকেন মানুষ। সময় যত গড়ায় উদ্যান পরিপূর্ন হয়ে ওঠে নানান শ্রেণি-পেশার মানুষের সমাগমে।
বরিশালের ইতিহাসে প্রথমবারের মতো ৩০ হাজার আমন্ত্রিত অতিথিদের অংশ গ্রহনে এই সভার আয়োজন করেছেন বরিশাল জেলা প্রশাসন।
জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে উক্ত স্মৃতিচারণমূলক সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও শহীদ আঃ রব সেরনিয়াবাতের জেষ্ঠ্য পুত্র আবুল হাসানাত আবদুল্লাহ।
স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে গেষ্ট অব অনার পানিসম্পদ প্রতি মন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন শহীদ আঃ রব সেরনিয়াবাতের আহত পুত্রবধূ ও বরিশাল জেলা শাখা মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাহান আরা বেগম।
মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখবেন গুলিবিদ্ধ সাহান আরা বেগমের কোলে থাকা দেড় বছরের শিশু সন্তান ও বর্তমান বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মহাজোটের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রত্না আমিন ও সংরক্ষিত সংসদ সদস্য এ্যাড. রুবিনা আক্তার মিরা।
উপস্থিত রয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ইয়ামিন চৌধুরী,বরিশাল রেঞ্জ ডি.আই.জি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম,পিপিএম (বার),বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার),বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাবেক সংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস,বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি সুপ্রিম কোর্ট বার সদস্য এ্যাড. গোলাম আব্বাস চৌধূরূ দুলাল, সাধারন সম্পাদক এ্যাড.একেএম জাহাঙ্গির হোসাইন।
এছাড়া মুক্তিযোদ্ধা, বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান,ইউপি চেয়ারম্যান,শিক্ষক-শিক্ষিকা-ছাত্র-ছাত্রী,সুশিল সমাজ, সামাজিক-সাংস্কৃতিক, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নগরের জন প্রতিনিধি সহ ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাতে ঘাতকদের বুলেটে আহত ও আহতদের পরিবার সদস্য সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষ এসেছেন।