ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

১৮ কোটি টাকার সোনা উদ্ধার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৭:২৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯
  • ৩৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

১৮ কোটি টাকার সোনা উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শনিবার উদ্ধার করা ওই বারগুলোর ওজন ২৮ কেজি, যার বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিমানবন্দরের ২৫ ও ২৬ নম্বর বে-এর মাঝামাঝি একটি ডাস্টবিন থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দার একটি দল। তিনি বলেন, চোরাচালানের উদ্দেশ্যে বিমানবন্দরের একটি ডাস্টবিনে কিছু সোনা লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দলটি বিমানবন্দর এলাকা তল্লাশি করে এবং ওই ডাস্টবিনে কালো স্কচটেপে মোড়ানো ৬টি প্যাকেটের সন্ধান পান। ওই প্যাকেটেই ১২০টি স্বর্ণের বার পাওয়া যায়। বারগুলোর মোট ওজন ১৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য সাত কোটি টাকা।
অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে চারটায় শুল্ক গোয়েন্দা ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলার একটি উড়োজাহাজে আরও ১৪ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে। বিমানটির পেছনে ডান দিকের টয়লেটের সিলিংয়ে লুকানো ছিল বারগুলো। উদ্ধার করা ওই সোনার বারের সংখ্যাও ১২০টি। এ ঘটনায়ও আগে থেকে গোপন সংবাদ পেয়েছিল শুল্ক গোয়েন্দা। পরে ইউএস-বাংলার ফ্লাইটটি অবতরণ করলে তারা তল্লাশি চালায় এবং সোনার বারগুলো উদ্ধার করে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

১৮ কোটি টাকার সোনা উদ্ধার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে

আপডেট সময় : ০৭:২৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯

অনলাইন ডেস্কঃ

১৮ কোটি টাকার সোনা উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শনিবার উদ্ধার করা ওই বারগুলোর ওজন ২৮ কেজি, যার বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিমানবন্দরের ২৫ ও ২৬ নম্বর বে-এর মাঝামাঝি একটি ডাস্টবিন থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দার একটি দল। তিনি বলেন, চোরাচালানের উদ্দেশ্যে বিমানবন্দরের একটি ডাস্টবিনে কিছু সোনা লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দলটি বিমানবন্দর এলাকা তল্লাশি করে এবং ওই ডাস্টবিনে কালো স্কচটেপে মোড়ানো ৬টি প্যাকেটের সন্ধান পান। ওই প্যাকেটেই ১২০টি স্বর্ণের বার পাওয়া যায়। বারগুলোর মোট ওজন ১৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য সাত কোটি টাকা।
অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে চারটায় শুল্ক গোয়েন্দা ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলার একটি উড়োজাহাজে আরও ১৪ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে। বিমানটির পেছনে ডান দিকের টয়লেটের সিলিংয়ে লুকানো ছিল বারগুলো। উদ্ধার করা ওই সোনার বারের সংখ্যাও ১২০টি। এ ঘটনায়ও আগে থেকে গোপন সংবাদ পেয়েছিল শুল্ক গোয়েন্দা। পরে ইউএস-বাংলার ফ্লাইটটি অবতরণ করলে তারা তল্লাশি চালায় এবং সোনার বারগুলো উদ্ধার করে।