অনলাইন নিউজ ডেস্কঃ বিশিষ্ট পরিচালক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার, নাট্যকার বিশিষ্ট সাংবাদিক শহীদুল হক খান লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে রোববার সকালে চিকিৎসার উদ্দেশ্যে ভারতের রাজধানী দিল্লী গেছেন। যাওয়ার আগে রোগমুক্তির জন্য তিনি সুহৃদজনদের মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশে প্যাকেজ নাটক নির্মাণের পুরোধা ব্যক্তি শহীদুল হক খান মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘কলমিলতা’ নির্মাণ করে ব্যাপক আলোচিত ছিলেন।
উল্লেখ্য পহেলা বৈশাখে রমনা বটমূলে তিনিই প্রথম ইলিশ পান্তা বিক্রি শুরু করেন যা বর্তমানে বাংলাদেশের বৈশাখী সংস্কৃতিতে পরিণত হয়েছে। এছাড়াও টিভিতে বেশ কয়টি ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করেছেন। শিল্পকলা একাডেমি থেকে তার নিজের রচনা করা গীতিনাট্য মঞ্চায়ন করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে তাঁর একটি বিশেষ নাটক ‘নজরুল’ বিটিভিতে প্রচার হওয়ার পর তিনি প্রশংসিত হন।
অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন তিনি। তার হাত ধরেই ‘নায়ক’ নাটক দিয়ে মিডিয়াতে প্রথম আগমন ঘটে নায়িকা পপির। পপি এই নাটকে ইলিয়াস কাঞ্চনের নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন।
বিভিন্ন পত্রিকায় তিনি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং শফিক রেহমান প্রতিষ্ঠিত ‘দৈনিক যায়যায় দিন’ পত্রিকার সম্পাদকের দায়িত্বও পালন করেন। তিনি ‘হৃদয়ে বাংলাদেশ’ নামে একটি দৈনিক পত্রিকার সম্পাদক-প্রকাশক। তার লেখা বেশ ক’টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সিনিয়র সদস্য।
শিরোনাম :
পান্তা-ইলিশের প্রচলনকারী শহীদুল হক খান ক্যান্সারে আক্রান্ত: চিকিৎসার উদ্দেশ্যে ভারত গেছেন
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৯:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
- ২৭৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ