ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আকস্মিক স্কুল পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষক বরখাস্ত

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৮:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • ২৩৫ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের আকস্মিক পরিদর্শনে গিয়ে রাজধানীর সূত্রাপুরের মহসিন আলী সোনার বাংলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্পিতা চৌধুরীকে বরখাস্ত করেন। ওই শিক্ষক এক বছর ধরে বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

বুধবার রাজধানীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। প্রতিমন্ত্রী পরিদর্শনে নেমে প্রথমে যান গুলিস্তানের সুরিটোলা স্কুলে, সেখানে কোনো অনিয়ম পাওয়া যায়নি। এরপর সূত্রাপুরের রাধাসুন্দরী স্কুলে যান, সেখানে পরিবেশ কিছুটা অপরিচ্ছন্ন থাকায় শিক্ষকদের সতর্ক করেন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, যেসব স্কুলে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক কম এবং যেসব স্কুলে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক বেশি, তা সমন্বয় করা হবে। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে এ ধরনের ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, স্কুলগুলোর অবকাঠামো ও শিক্ষক সঙ্কট নিরসনের চেষ্টা চলছে। দেশের সব বিদ্যালয় সংস্কার কাজের জন্য অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। দ্রুত এসব বিষয়ে পরিবর্তন আনা হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জাকির হোসেনের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আকস্মিক পরিদর্শন শুরু করেন প্রতিমন্ত্রী ও সচিব আকরাম আল হোসেন। পরিদর্শনে শিক্ষকদের বিভিন্ন অনিয়মের অভিযোগ ও ছুটি ছাড়া অনুপস্থিত থাকায় বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিন্ময় কৃষ্ণের সমর্থকদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত

আকস্মিক স্কুল পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষক বরখাস্ত

আপডেট সময় : ০৮:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯

অনলাইন নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের আকস্মিক পরিদর্শনে গিয়ে রাজধানীর সূত্রাপুরের মহসিন আলী সোনার বাংলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্পিতা চৌধুরীকে বরখাস্ত করেন। ওই শিক্ষক এক বছর ধরে বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

বুধবার রাজধানীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। প্রতিমন্ত্রী পরিদর্শনে নেমে প্রথমে যান গুলিস্তানের সুরিটোলা স্কুলে, সেখানে কোনো অনিয়ম পাওয়া যায়নি। এরপর সূত্রাপুরের রাধাসুন্দরী স্কুলে যান, সেখানে পরিবেশ কিছুটা অপরিচ্ছন্ন থাকায় শিক্ষকদের সতর্ক করেন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, যেসব স্কুলে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক কম এবং যেসব স্কুলে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক বেশি, তা সমন্বয় করা হবে। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে এ ধরনের ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, স্কুলগুলোর অবকাঠামো ও শিক্ষক সঙ্কট নিরসনের চেষ্টা চলছে। দেশের সব বিদ্যালয় সংস্কার কাজের জন্য অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। দ্রুত এসব বিষয়ে পরিবর্তন আনা হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জাকির হোসেনের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আকস্মিক পরিদর্শন শুরু করেন প্রতিমন্ত্রী ও সচিব আকরাম আল হোসেন। পরিদর্শনে শিক্ষকদের বিভিন্ন অনিয়মের অভিযোগ ও ছুটি ছাড়া অনুপস্থিত থাকায় বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।