ফেসবুক ফ্রি, এটা চালাতে পয়সা লাগে না এবং সব সময়ই বিনা পয়সায় চালানো যাবে। এত দিন ‘ফ্রি’ বা বিনা পয়সায় ব্যবহারের কথাটা ব্যাপকভাবে প্রচার করে আসছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। তাদের হোমপেজেও স্লোগান হিসেবে কথাটি লেখা ছিল। তবে আগস্ট ২০১৯ মাসের শুরুতেই স্লোগানটি বদলে ফেলেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক ব্যবহারকারীদের এ সাইট সম্পর্কে ধারণা বদলানোর বিষয়টিই এতে উঠে এসেছে।
ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় এক দশক ফেসবুক তাদের সাইনআপ পাতায় স্লোগান হিসেবে ‘ইটস ফ্রি অ্যান্ড অলওয়েজ উইল বি’ নামের সূচনাবার্তাটি ঝুলিয়ে রেখেছিল। তবে বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে জানা যায়, ৭ আগস্ট থেকে ফেসবুক তাদের ট্যাগলাইন বদলে লিখে রেখেছে, এটা দ্রুত ও সহজ বা ‘ইটস কুইক অ্যান্ড ইজি’।
২০০৮ সালের পর এই প্রথম ফেসবুক জানিয়ে দিল – “ফেসবুক আর বিনা পয়সার কোনো মাধ্যম নয়”।
যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের সাইবার আইন বিভাগের অধ্যাপক মার্ক বার্থোলোমিউ বলেন, জনসাধারণের মনোভাবের কারণেই ফেসবুক পরিবর্তন এনেছে। জনসাধারণ এখন ফেসবুককে আর বিনা পয়সার সেবা ভাবে না। এটা এখন স্রেফ ফাঁকা বুলি।
অধ্যাপক মার্ক আরও বলেন, গতানুগতিকভাবে এটা বলা যায়, ব্যবহারকারীরা ফেসবুকের পণ্য। এখন সবাই বুঝতে পারছেন যে ফেসবুক তাদের ওপর নজরদারি করে তথ্য সংগ্রহ করে এবং সে অনুযায়ী বিজ্ঞাপন দেখায়। এটা পাবলিক সার্ভিস নয়।
ফেসবুকের এক মুখপাত্র ইউএসএ টুডেকে বলেছেন, ফেসবুক চালাতে কখনোই পয়সা নেওয়া হবে না। ফেসবুকের পণ্য, ল্যান্ডিং পেজ নিয়মিত নতুন করে সাজানো হয়।
তিনি আরো বলেন, ২০০৯ সালের দিকে একবার গুজব উঠেছিল ফেসবুকে পোস্ট করার জন্য সাবক্রিপশন চার্জ পরিশোধ করতে হবে, কিন্তু সেটি সঠিক ছিল না। তারপর ২০১০ এর দিকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক দ্বিগুন হয়ে উঠে। তখন একবার স্লোগান পরিবর্তন করেছিল। আর সেটা ছিল “ইটস ফ্রি এন্ড এ্যনি ওয়ান ক্যান জয়েন” বা এটি ফ্রি এবং যে কেউ এতে যোগ দিতে পারবেন।
তথ্যসুত্র: ইউএসএ টুডে