নিজস্ব প্রতিবেদনঃ পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে পড়ুক শহর থেকে শহরে। প্রতিটি মানুষের অন্তরে অন্তরে।।
দেখতে দেখতে দুটি বছর পার তিন বছরে পদার্পণ। হয়েছে অনেক পরিবর্তন। তবুও থেমে নেই পথ চলা। চলছে তো চলছে বিরামহীন নিরবধি। ডানায় যুক্ত হয়েছে অনেক পালক।
আস্তে আস্তে পরিপূর্ণতা লাভ করেছে স্বপ্নের। ধারাবাহিকতার ধারায় নতুন উদ্যমে স্ব-মহিমায় এগিয়ে চলছে বিডিক্লিন। এর সাথে নতুন করে যুক্ত হলো ঝালকাঠী। আজ থেকে পথ চলা শুরু হলো বিডিক্লিন ঝালাকাঠী নামে নতুন জেলার।
আজকে সাপ্তাহিক বন্ধের দিনে একঝাকঁ উদীয়মান তরুন তাদের সকল প্রকার ব্যক্তিগত কাজ ফেলে রেখে দেশের জন্য, সমাজের জন্য পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার নিমিত্ত্বে বিডিক্লিনের সাথে সম্পৃক্ত হয়েছেন ঝালকাঠী পৌর মিনি পার্কে। আজকের ইভেন্ট শুরু হয় বিকাল ৫ টায় শপথ পাঠের মধ্য দিয়ে এবং শেষ হয় পরিচ্ছন্ন পৌর মিনি পার্ক উপহারের মধ্য দিয়ে।
একদল স্বপ্নবাজ তরুন তাদের কর্মদিয়ে ঝালকাঠী কে পরিচ্ছন্ন ঝালকাঠী উপহার দেয়ার প্রতিজ্ঞা করেন। সাথে সাথে এগিয়ে আসা উচিৎ সমাজের সর্বস্তরের মানুষের পরিচ্ছন্নতার এই আন্দোলনে। এই স্লোগানের মধ্য দিয়ে পরিচ্ছন্নতা শুরু হোক নিজের থেকে।