অনলাইন নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। তারা হল হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের রোহিঙ্গা সন্ত্রাসী মো. আব্দুল করিম ও নেছার আহমেদ ওরফে নেছার ডাকাত। এরা দুজনই স্থানীয় যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, জাদিমুড়া এলাকায় দুই শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে, পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল তল্লাশি করে দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।