অনলাইন নিউজ ডেস্কঃ অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি পীযুষ কান্তি দে ও তার তিন সহযোগীকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে তাদের আটক করা হয়। সকালে তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, পীযুষের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলায় দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার ও তিনটি রামদা জব্দ দেখানো হয়েছে। এছাড়া তার কাছ থেকে ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনেও মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার সঙ্গে আটক তিন সহযোগীকেও গ্রেপ্তার দেখানো হয়। তারা হলেন- বাপ্পা পাল, মন্টি রায় ও জুয়েল।
ওসি জানান, মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ পাঠালে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শিরোনাম :
অস্ত্র মামলায় সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ৩ সহযোগী কারাগারে
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৮:১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
- ১৫৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ