নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায়, সার্কিট হাউজ বরিশালের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসক বরিশাল এর আয়োজনে। ই-সার্ভিস সিস্টেমের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরোধ, মাদকাসক্তি বিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সচিব (সমন্বয় ও সংস্কার) মন্ত্রিপরিষদ বিভাগ, শেখ মুজিবুর রহমান এলডিসি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল, জাকারিয়া, জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি, প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল, মোঃ রাকিব আহাম্মেদসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। পরে এক মতবিনিময় সভায় ই-সার্ভিস সিস্টেমের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরোধ, মাদকাসক্তি বিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অতিথিরা।
শিরোনাম :
ই-সার্ভিস নিশ্চিতকরণ এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি, বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৯:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
- ২৬০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ