নিউজ ডেস্ক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৫০০ পিস ইয়াবা ও নগদ এক লাখ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহম্মেদ মান্নার বাসার চতুর্থ তলায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হল, নগরীর জুমির খান সড়ক এলাকার রিশাতুল ইসলাম রন্টির স্ত্রী আসমা আক্তার রুবিনা (২৭) ও সুমন মৃধা। আসমা আক্তার ইয়াবা বিক্রেতা ও সুমন ক্রেতা।
অভিযানে নেতৃত্বদানকারী পুলিশের এসআই সমিরন মন্ডল জানিয়েছে, ইয়াবা বিক্রেতা আসমা আক্তার নগরীর ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহম্মেদ মান্নার বাসার চতুর্থ তলার ভাড়াটিয়া। সেখানে বাসা ভাড়া নিয়ে আসমা আক্তার রুবিনা ইয়াবা ব্যবসা পরিচালনা করতেন।
এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ওয়্যারড্রোবের নিচের ড্রয়ার থেকে ১ হাজার ও শোকেসের নিচের ড্রয়ার থেকে ১৫শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় ইয়াবা বিক্রির নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন কোতোয়ালি মডেল থানার এসআই সমিরণ মন্ডল, এএসআই শরিফ, এএসআই সুমন ও এএসআই বিধান। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কোতোয়ালি পুলিশ জানিয়েছে।
২৫শ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকাসহ দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম (পিপিএম)। তিনি আরও জানান, ইয়াবা ও নগদ উদ্ধারের বিষয় নিয়ে আগামীকাল (আজ ১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
শিরোনাম :
বিসিসি’র ওয়ার্ড কাউন্সিলর মান্নার বাসার চারতলা থেকে ইয়াবা ও নগদ টাকাসহ দুইজন আটক
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০২:০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
- ২৪৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ