নিজস্ব প্রতিবেদকঃ “নিজ উদ্যোগে গাছ লাগান, পরিবেশ ভারসাম্য রক্ষায় ভুমিকা নিন।” এই স্লোগান নিয়ে জেলা প্রশাসক বরিশাল এর নিজ উদ্যোগে দিনভর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। আজ ১৪ সেপ্টেম্বর সকাল ১০ টায়, বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা প্রশাসন বরিশাল সদরের সহযোগিতায়। লাকুটিয়া জমিদার বাড়ি সংলগ্ন (বিএডিসি) অফিস প্রাঙ্গণে। বরিশাল জেলা ব্যাপী ১ লক্ষ তালের চারা ও বীজ বপণ কর্মসূচির ২০১৯ এবং শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল। এসময় তার নির্দেশে এক যোগে বরিশাল জেলার ১০ টি উপজেলায় তালের বীজ বপন করেন উপজেলা প্রশাসন। লাকুটিয়ায় বিএডিসির আয়োজনে বারি মাল্টা গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা, আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল, হরিদাস শিকারি, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন্ধ বিভাগ বরিশাল, মোঃ আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর উপজেলা, মোঃ মোশারেফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা, বরিশাল সদর উপজেলা, রেহানা বেগম, চেয়ারম্যান কাশিপুর ইউনিয়ন পরিষদ, কামাল হোসেন লিটন মোল্লা সহ সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন পরিষদের মেম্বর, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। দুপুর ১ টার দিকে মুলাদী উপজেলায় আউয়াল-শামসুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটি এর উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল। সেখানে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করেন। মুলাদী উপজেলার প্যদার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬৬নং কাজীর চর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় ড. মোঃ হারুন অর রশিদ বিশ্বাস, চেয়ারম্যান উপজেলা পরিষদ মুলাদী বরিশাল, মোঃ তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুলাদী বরিশাল, জাকির হোসেন, মেয়র মুলাদী পৌরসভা, শফিকুজ্জামান রুবেল, ভারপ্রাপ্ত কর্মকর্তা মুলাদী থানা, মোঃ জিয়াউল আহসান, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ আব্দুস ছালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুলাদী, উত্তম কুমার বিশ্বাস, সভাপতি আউয়াল-শামসুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটি, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ, আলহাজ্ব মন্টু বিশ্বাসসহ মুলাদী উপজেলা সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
শিরোনাম :
দিনভর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৮:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
- ৩৮৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ