অনলাইন নিউজ ডেস্ক: ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, কেওয়াটখালী এলাকায় আন্তনগর তিস্তা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধার ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। আগামী এক ঘণ্টার মধ্যে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।”