নিজস্ব প্রতিবেদকঃ “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, টি.আর. কাবিখা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনশীল বাসগৃহ নির্মাণ” এই স্লোগান নিয়ে গতকাল ১৯ সেপ্টেম্বর ২০১৯ সকাল ১০ টায় বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নে (উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে) হতদরিদ্র গৃহহীন রাহিমা বেগম ও বিকাল ৪ টার দিকে বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বকুল বেগমকে দুর্যোগ সহনশীল বাসগৃহ হস্তান্তর করেন বরিশালের জেলা প্রশাসক, এস, এম,অজিয়র রহমান।
বরিশাল জেলায় ১৮০টি দুর্যোগ সহনশীল বাসগৃহ নির্মাণ করা হবে তার মধ্যে বাকেরগঞ্জ উপজেলায় ১৮টি বাসগৃহ নির্মাণ করা হবে। সেখানে জেলা প্রশাসক ডেঙ্গু, গুজব, মাদকের কুফল, কিশোর অপরাধ, সন্ত্রাস-জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক সভায় অংশগ্রহণ করেন।
সেখানে বরিশাল জেলা ব্যাপী ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচি-২০১৯ এর অংশ হিসেবে নলুয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দেড় হাজার পিস তালবীজ বপন ও বৃক্ষরোপন কর্মসূচির শুভ সুচনা করেন। একই সভাস্থলে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০১৯ পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষার কৌশল নির্ধারণে সচেতনতামূলক সভায় অংশগ্রহণ করেন।
সেখানে নলুয়া ইউনিয়ন চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে দুঃস্থ-গরিব বিধবা ও স্বামী পরিত্যক্তাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে দুঃস্থ অসহায় নদীভাঙ্গন কবলিত মানুষের মাঝে ত্রাণের খাবার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।
পরে সেখানে দেশ ও দশের উদ্দেশ্যে দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়, বরিশালের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা (ডিআরআরও) মোঃ আবদুল লতিফ, নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স. ম. ফিরোজ আলম খান, বাকেরগঞ্জের পিআইও মোঃ আসাদুজ্জামান, মৎস্য কর্মকর্তাসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন পরিষদের মেম্বার, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ।