শিশুদের নিয়ে ভিবিডি বরিশাল জেলা কতৃক আয়োজিত ”Cleanliness is Happiness”
বলা হয় ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’, আসলেই তাই।
পরিষ্কার পরিচ্ছন্নতা যেকোনো মানুষের জন্য গুরুত্বপূর্ণ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই একজন মানুষ সুন্দর জীবনযাপন করতে পারে।
শিশুকাল জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ে মানুষ হয়তো যত ভাল কাজ বা অভ্যাস শিখে রাখতে পারে, তা সারা জীবন মনে থাকে। কিন্তু ছোট্ট ছোট্ট শিশুরা এখনো হয়তো সঠিক ভাবে উপলব্ধি করতে পারছে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মধ্যে দিয়ে তারা কত শত রোগ থেকে মুক্তি পেতে পারে।
পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তাৎপর্য সম্পর্কে ছোট্ট বাচ্চাদের অবগত করতেই ২১ শে সেপ্টেম্বর বরিশালের রূপাতলীতে অবস্থিত ”ছকিনা খাতুন প্রাথমিক বিদ্যালয়” এ ভিবিডি বরিশাল জেলা আয়োজন করে প্রজেক্ট ”Cleanliness is Happiness”।
প্রজেক্টের মধ্যে দিয়ে ভলান্টিয়াররা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কৌশল শিখেয়েছে বাচ্চাদের। বাচ্চারা প্রতিজ্ঞা বদ্ধ হয়েছে- তারা দৈনিক পরিমাণ মত বিশুদ্ধ পানি পান করবে, দু’বেলা ব্রাশ করবে, পরিষ্কার হাতে আহার গ্রহণ করবে, হাত পরিষ্কার রাখবে কেননা অপরিষ্কার হাত থেকেই জীবাণু পেটে প্রবেশ করে,
পরিধেয় কাপড় পরিষ্কার করবে ও সেই সাথে নিজ স্কুল ও বসতবাড়ি নোংরা করবে না।
এই প্রোজেক্টে উপস্থিত ভিবিডি বরিশাল জেলা এর একজন তরুন সদস্য বলেন, “শিশুরা আমাদের সামজের ও জাতির ভবিষ্যৎ। তাই তাদের সুস্থ থাকাটা জরুরি। আজ আমরা তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে যা জানিয়েছি আশা করছি সেগুলো তাদের সুস্থ থাকতে সহায়তা করবে”।
স্কুলের প্রধান শিক্ষক বলেন, ” প্রায়ই দেখা যায় বাচ্চারা পেটে ব্যথা সহ নানা অসুখে ভোগে। এর একটাই কারণ অপরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুরুত্ব আমরাও ওদের জানিয়েছি। কিন্তু তোমাদের এই সুন্দর উদ্যোগের মধ্যে দিয়ে আরও অনেক কিছু জানবে বাচ্চারা। ধন্যবাদ তোমাদের”।
এই প্রোজেক্ট এ উপস্থিত ছিল প্রায় ৩৫০ জন শিক্ষার্থী। সকল ভলান্টিয়ারদের স্বস্তঃস্ফূর্ত ও অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে প্রজেক্টটি শুরু হয় সকাল ১১ টায় এবং সুষ্ঠু ভাবে সমাপ্তি ঘটে বেলা ১:৩০ শে।