রং পেন্সিল ইয়ুথ এ্যাসোসিয়েশন এর মাসিক সভ
নিজস্ব প্রতিবেদনঃ রং পেন্সিল ইয়ুথ এ্যাসোসিয়েশন এর সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হল গতকাল। বরাবরের মত পরিচয় পর্বের মাধ্যমে সভা শুরু হয়। মাসিক সভা পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি শাওন অরন্য।
মাসিক সভার বিষয়গুলি ছিল
# পরিচয় পর্ব।
# নতুন সদস্যদের কাজের ব্যাপারে ধারণা প্রদান।
# নতুন টি-শার্ট এর রং নির্ধারণ
# আগামী প্রোজেক্ট এর বিষয় নির্বাচন।
বিকাল ৪ঃ৩০ মিনিটে মাসিক সভা শুরু হয়ে সন্ধ্যা ০৬ঃ১৫ মিনিটে শেষ হয়।