অনলাইন ডেস্কঃ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম, এমপি এর বরিশাল আগমনে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
মঙ্গলবার সন্ধ্যায় সার্কিট হাউসে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় মেয়র সাদিক আবদুল্লাহ এর সাথে বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গণপূর্তমন্ত্রী এর সাথে সাক্ষাত করে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আগামীদিনগুলোতে কাজের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালি করতে সার্বিক সহযোগিতা চেয়েছেন।