নিউজ ডেস্ক: ১ অক্টোবর থেকে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ব্যাটারী চালিত রিকশা ও হলুদ অটো বন্ধের ঘোষণার প্রতিবাদে অটো শ্রমিকরা বরিশাল সেটি কর্পোরেশনের মেয়রের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত তারা কালী বাড়ি রোডস্থ মেয়রের বাস ভবনের সামনে অবস্থান নেন। তবে বিকেলে বৈঠকের আশ্বাসে অবস্থান ত্যাগ করে ক্ষুব্ধ মালিক-শ্রমিকরা।
মালিক-শ্রমিকরা জানিয়েছেন, আমরা মেয়রের কাছে আমাদের দাবী জানাতে এসেছি। তিনি আমাদের জীবনের করুন চিত্র বুঝবেন। কোন প্রতিবাদ বা গন্ডগোল করতে আসিনি। আমরা চাই অটো চালিয়ে দুবেলা ভাত খেতে।
অবস্থানকারীদের দাবী, অটো গাড়ির মালিক ও শ্রমিকরা অনেকেই ঋণ করে গাড়ি কিনেছেন। অটো চালিয়ে তাদের সংসার চালান। অটোরিকশা চলাচল বন্ধ করে দিলে তাদের না খেয়ে থাকতে হবে। বন্ধ হয়ে যাবে সন্তানদের লেখাপড়া। তাছাড়া ট্রাফিক বিভাগ যানজট নিরসনের যে অজুহাত দেখিয়ে অটো বন্ধের কথা জানিয়েছে তা খোড়াযুক্তি বলেও দাবী করেন শ্রমিকরা।
রুপাতলীর অটো শ্রমিক রুহুল আমিন বলেন, সারাদেশে মেট্রো পলিটন এলাকায় ইজিবাইক চলছে। কিন্তু বরিশালের ক্ষেত্রে শুধু হাইকোর্ট দেখানো হচ্ছে। আমরা এসব মানি না। মেয়র মহোদয় নগরপিতা। তিনি আমাদের ভাতের থালা কেড়ে নিবেন না বলেও জানান এই শ্রমিক।
বাংলা বাজার এলাকার বাসিন্দা পারভেজ মিয়া জানান, সুদে টাকা নিয়ে অটো গাড়ি কিনেছি। এখনো টাকা পরিশোধ করতে পারি নাই। এখন অটো বন্ধ করে দিলে ‘গলায় দড়ি’ দেওয়া ছাড়া উপায় থাকবে না। তিনি আরও বলেন, যানজট তো শুধু আমাদের জন্যই হয় না। মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেললে সমাধান হবে না। আমি মেয়র স্যারের প্রতি অনুরোধ রাখবো, দয়া করে আমাদের নিরাশ করবেন না। আমরা ছোট মানুষ, ছোট আয় করে জীবন বাচাই। আমাদের প্রতি বিমুখ হবেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটো মালিক ও শমিকরা মেয়রের বাস ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নিলে দ্রুত সেখানে উপস্থিত হন কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম। তিনি শ্রমিকদের সাথে কথা বলে নিবৃত করেন। তিনি জানান, মেয়র মহোদয়ের বিকেলে বৈঠকের আশ্বাসে জড়ো হওয়া মালিক-শ্রমিকরা চলে যান।
প্রসঙ্গত, বরিশাল মেট্রোপলিটন এলাকার সকল সড়কে ব্যাটারি চালিত রিকশা ও হলুদ অটো চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ। প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র নগরের গুরুত্বপূর্ণ ও যানজটবহুল এলাকায় এ যানবাহনগুলো নিষিদ্ধ করা হয়েছে। আর নাগরিকদের ভোগান্তি লাঘবে সময়ের সাথে সাথে বেশ কয়েকটি ধাপে বরিশাল মেট্রোপলিটন এলাকার সকল সড়কে ব্যাটারি চালিত রিকশা ও হলুদ ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগ।
প্রথম ধাপে ১ অক্টোবর থেকে জিলা স্কুল মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত, কাকলীর মোড় থেকে সিটি করপোরেশনের মোড় হয়ে সেটেলমেন্ট অফিস মোড় পর্যন্ত, ডাচবাংলা ব্যাংকের মোড় থেকে গির্জামহল্লা হয়ে ফলপট্টির মোড়, ভাটারখাল ক্রসিং থেকে ডিসি অফিস গেট, সিটি করপোরেশনের মোড় ও ফলপট্টির মোড় হয়ে চকের পুল পর্যন্ত উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হলুদ ইজিবাইক চলাচল নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষে বুধবার থেকে বরিশাল বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরে মাইকিং ও প্রচার-প্রচারণা করা হয়।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- আমাদের ভাতের থালা কেড়ে নিবেন না
আমাদের ভাতের থালা কেড়ে নিবেন না
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৮:২০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
- ২১২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ