বরিশালে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদনঃতথ্য অধিকার আইনের প্রথম দশক তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি দুর্নীতি থেকে মুক্তি।এবারের এ প্রতিপ্যাদ্য বিষয় নিয়ে আজ ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায়। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল এর সহযোগিতায়। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৯ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ চত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৯ এর শুভ উদ্বোধন করেন।
সেখান থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) , প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন বরিশালের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মেট্রোপলিটন পুলিশ , মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশন ও সমন্বিত জেলা কার্যালয়, দেবব্রত মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আঃ রাকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), তৌইিদুজ্জামান পাভেল, বরিশাল মেট্রোপলিটন (দক্ষিণ) অতিরিক্ত পুলিশ কমিশনার, আকরামুজ্জামান, সভাপতি সচেতন নাগরিক কমিটি বরিশাল শাহ সাজেদা, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এস এম ইকবাল, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উপস্থিত ছিলেন।
সেখানে প্রজেক্টরের মাধ্যমে তথ্য অধিকার আইনের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এরপর অতিথিরা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা করেন।