আজ ৩ অক্টোবর সকাল ১১ টার দিকে, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায়। বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে, নতুন বাজার এবং বটতলা বাজারে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভেজাল বিরোধী ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, রাসেল ইকবাল ও রুম্পা ঘোষ। মোবাইল কোর্ট পরিচালনার সময় নতুন বাজারে বিভিন্ন দোকান গুলোতে, মূল্য তালিকা আছে কিনা, অতিরিক্ত মূল্যে পণ্যে বিক্রয় করা হচ্ছে কিনা, পণ্যের গুণগতমান সহ ক্রেতাদের সাথে কথা বলেন। এসময় কাঁচা বাজার, মুদি দোকান কনফেকশনারী, মাছের বাজারসহ বিভিন্ন দোকান পরিদর্শন করেন মোবাইল কোর্ট টিম।
পরে বটতলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রয়ের দায়ে বনফুল এন্ড কোং কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট। এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের স্যানিটেশন অফিসার, এনামুল হক, আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন র্যাব-৮ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাসেল ইকবাল বলেন, বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রিসহ বরিশালে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন বরিশাল কঠোর অবস্থানে রয়েছে। ক্রেতাসাধারণকে প্রতারিত করে এমন প্রতিটি প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার পাশাপাশি জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম :
বরিশালে মোবাইল কোর্টের বাজার মনিটরিং বনফুলু প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা।
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৫:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
- ২৬২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ