নিউজ ডেস্ক: বরিশালের হিজলায় যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পরে মুখে মল-মুত্র ঢেলে দেয়ার ঘটনার প্রধান অভিযুক্ত আওয়ামী লীগের কথিত নেতা মাহবুবুর রহমান সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সে স্থানীয় আব্দুল খালেক সিকদারের ছেলে ও হরিনাথপুর লঞ্চ ঘাটের সুপারভাইজার।
আজ মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে হিজলা উপজেলার হরিনাথপুরের মেমানিয়া স্কুল সংলগ্ন হিজলতলা থেকে তাকে গ্রেফতার করেন শাওড়া সৈয়দখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তারেক আহসান রাসেল।
এ নিয়ে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন ও টয়লেটের মল-মুত্র খাওয়ানোর ঘটনায় গ্রেফতারকৃত’র সংখ্যা ৩ জন বলে জানিয়েছেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল ইসলাম।
তিনি জানান, ‘দীর্ঘ চেষ্টার পরে ঘটনার মুল হোতা মাবুবুর রহমান সিকদারকে গ্রেফতার করা হয়েছে। সে আজম বেপারী নামের ওই যুবকের বুকের ওপর পা রেখে মুখে মল-মুত্র ঢেলেছে।
এছাড়া গ্রেফতার হওয়া অপর দু’জনের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা স্থানীয় টুমচর গ্রামের বাসিন্দা শরীফ মাতুব্বরের ছেলে আব্দুর রশিদ মাতুব্বর ঘটনার সময় ওই যুবকের মাথা চেপে ধরেছিলো। তাছাড়া গ্রেফতারকৃত কবির নামের ব্যক্তি ঘটনার সহযোগী।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের মাধ্যমে অন্যান্য অভিযুক্তদের নাম-পরিচয় সনাক্ত করণের পাশাপাশি তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সেই সাথে এই ঘটনায় নির্যাতনের শিকার আজম বেপারীর বাবা মহিউদ্দিন বেপারী বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।
এর আগে গত সপ্তাহের মঙ্গলবার হিজলার হরিনাথপুর তালতলা জামে মসজিদ রোড নামক স্থানে টুমচরের বাসিন্দা ও তেল ব্যবসায়ী মহিউদ্দিন বেপারীর ছেলে আজম বেপারী (২৫) কে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতনের পরে মুখে মলমুত্র ঢেলে দেয় প্রভাবশালীরা।
যা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়। এ নিয়ে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে জেলা ও হিজলা উপজেলা প্রশাসন। অভিযুক্তদের গ্রেফতার করতে সকাল থেকেই হিজলা থানায় ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হোসেন। তার দিক নির্দেশনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা ও ফাঁড়ি পুলিশ।
ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ‘আজম বেপারীকে হাত-পা বেধে হেরিংবনের রাস্তার ওপর শুইশে রাখা হয়েছে। তার চার দিক ঘিরে দাড়িয়ে আছে ৭-৮ জন লোক। এর মধ্যে একজন আজমের বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া অপর একজন লোক আজমের পা এবং একজন লোক তার মাথা মাটির সাথে চেপে ধরে আছে।
একটু পরেই বুকের ওপর পা দিয়ে দাড়িয়ে থাকা ব্যক্তি বিশেষ পাত্রে মল-মুত্র নিয়ে তা জোর করে আজমের মুখে ঢালার চেষ্টা করছে। তখন আজম অনেক অনুনয় বিনয় এবং ধস্তাধস্তি করেও তাদের থেকে রক্ষা পায়নি। এসময় পাশে দাঁড়িয়ে কিছু লোক ওই ঘটনা উপভোগ করলেও কেউ প্রতিরোধে এগিয়ে আসেনি। আর পুরো ঘটনাটি পাশ থেকে দাড়িয়ে কেউ একজন মোবাইল ফোনে ভিডিও করে।
অভিযোগের বিষয়ে নিজের ভুল স্বীকার করে ইউনিয়ন যুবলীগের সদস্য আব্দুর মাহবুব সিকদার বলেন, ‘আজম বেপারী ঝাড়-ফুক দিয়ে গ্রামের মেয়ে এবং বউদের সাথে অনৈতিক কর্মকান্ড করে। সম্প্রতি সে স্থানীয় জহির খান এর স্ত্রী পারভীন বেগম ও তার মেয়ে’র সঙ্গে অবৈধ সম্পর্ক করে। এমনকি পারভীন বেগমকে নিয়ে পালিয়ে যায়।
এর কিছুদিন পরে তারা পুনরায় এলাকায় ফেরে। এখানে এসে আমাকে (মাহবুব) ও পারভীনের স্বামী জহিরকে ২৪ ঘন্টার মধ্যে মেরে ফেলতে খুফ্ফরি দিয়ে বান মারে। আর এই বিষয়টি অন্য এক ওঝার কাছ থেকে জানতে পারি। পরে ওই যুবককে মেমানিয়া গার্ল্স স্কুল থেকে ধরে আনি।
তিনি বলেন, স্থানীয় যুবলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে আজম বেপারীকে ধরে নিয়ে গেলে তাদের সামনে নিজের অপরাধ স্বীকার করে নেয় সে। তাই রাগের মাথায় আজিমকে নির্যাতনের পরে মুখে মলমুত্র ঢেলে দিয়ে অপরাধ করেছেন বলে স্বীকার করেন মাহবুব সিকদার।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা আমি দেখেছি। এই বিষয়ে ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ খুবই তৎপর। খুব দ্রুতই সকল অভিযুক্ত আইনের আওতায় আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি
শিরোনাম :
- হোম
- Uncategorized
- যুবককে মল-মুত্র খাওয়ানোর মুল হোতা মাহবুব গ্রেফতার
যুবককে মল-মুত্র খাওয়ানোর মুল হোতা মাহবুব গ্রেফতার
-
বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৬:১৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
- ৩৯৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ