এসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্ট, বরিশাল এর দ্বি-বার্ষিক সাধারন নির্বাচন -২০১৯অনুষ্ঠিত
ইন্জিঃ রাকিব সিকদার নয়নঃ আজ ১২.১০.১৯ইং -এসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্ট, বরিশাল এর দ্বি-বার্ষিক সাধারন নির্বাচন -২০১৯ অনুষ্ঠিত.
বিডিএস ভবন ৫ সদর রোড, বরিশাল.
বরিশালে মোট ৩২ টি কনসালটেন্সি ফার্ম এর সত্ত্বাধিকারীর প্রতিনিধি গন এর ভোট দিতে পেরেছেন. মোট ১৫ টি পদে ভোট দিতে পেরেছেন এই ভোটারগনরা, এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রোকৌঃ মোঃ নুরুল হক এবং উপ-প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌঃ মোঃ শাহাদাৎ শরিফ।
১. সভাপতি – মোঃ ফিরোজ আহম্মেদ খান
২. সহ-সভাপতি ১- মোঃ হাফিজুর রহৃান
৩. সহ-সভাপতি ২- মোঃ সফিকুল ইসলাম শাহীন
৪. সাধারণ সম্পাদক – মোঃ জাহিদুল ইসলাম
৫. যুগ্ন সাধারণ সম্পাদক – মোঃ হুমায়ুন কবির
৬. সাংগঠনিক সম্পাদক -মোঃ শাহ- আলম শিকদার
৭. সহ-সাংগঠনিক সম্পাদক – মোঃ রিয়াদ শরিফ
৮. অর্থ সম্পাদক – মোঃ আমিনুল ইসলাম শামীম
৯. প্রচার ও দপ্তর সম্পাদক – মোঃ সিরাজুল ইসলাম
১০. বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক সম্পাদক – মোঃ সায়মন ইসলাম
১১. ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক – মোঃ আবদুল্লাহ আল মামুন
১২. প্রশিক্ষণ, শিক্ষা ও অইন বিষয়ক সম্পাদক- মোঃ তরিকুল ইসলাম
১৩. ধর্ম বিষয়ক সম্পাদক -মোঃ আবু ছাইদ -৪০
১৪. কার্যকরী সদস্য ১ – রিয়াজ আল কামাল
১৫. কার্যকরী সদস্য ২- সোলায়মান বাদশা
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হল নির্বাচন.