নিজস্ব প্রতিবেদনঃঅবশেষে গ্রেফতার হল সেই গাছ খেকো মহিলা। যিনি শত অনুরোধ সত্যেও ছাদের গাছগুলো কেটে ফেলেছেন। উল্লেখ্য গতকাল ভাইরাল হওয়া ভিডিও তে দেখা যায় উত্তেজিত মহিলা ছাদের গাছগুলো কেটে ফেলেছেন। অথচ শহরে ফ্ল্যাট বাড়িতে যারা থাকেন তারা বারান্দায় কিংবা ছাদে গাছ লাগিয়ে থাকেন। সরকার থেকে এবং পরিবেশবাদী সংগঠনগুলো ছাদ বাগান তৈরিতে উৎসাহ দিয়ে আসছেন।
কিন্তু এবার সাভারের সিআরপি রোডের এমন ভয়াবহ এক ভিডিও সোশ্যাল সাইটে এল, তা দেখে আঁৎকে উঠেছেন সবাই! যে কোনো কারণেই হোক, এক মহিলা দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদবাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন! গাছের মালিকের আকুতি, কান্না তাকে স্পর্শ করছে না। সঙ্গে আছে তার ছেলে আর গুণ্ডাপাণ্ডার দল! এই অমানুষিক ঘটনায় শিউরে উঠেছে সবাই!
সুমাইয়া হাবিব নামের ভুক্তভোগী ওই নারী ফেসুবকে নিজের গাছের ওপর এমন বর্বর আচরণের ভিডিও আর বিবরণ পোস্ট করেন। একপর্যায়ে তাকে দা দিয়ে আঘাত করতে উদ্যত হন সব গাছ কেটে ফেলা ওই মহিলা। সুমাইয়া লিখেছেন, ‘কখনো কি শুনছেন মানুষ গাছ অপছন্দ করে? গাছ পরিবেশ নষ্ট করে? এই মহিলার গাছ পছন্দ না। আজকে গাছ খেকো সেই মহিলাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- অবশেষে গ্রেফতার হল গাছ খেকো সেই মহিলা
অবশেষে গ্রেফতার হল গাছ খেকো সেই মহিলা
-
বার্তা কক্ষ
- আপডেট সময় : ১২:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
- ১৪৩৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ