নিজস্ব প্রতিবেদনঃ কর্তব্যের কাছে কোন কিছুই বাঁধা হতে পারে না, তা আবারও প্রমান করল বিডি ক্লিন, বরিশাল।
কর্তব্য কর্ম কখনো ফেলে রাখতে নেই। এই অমিয় বানী যেন মর্মে মর্মে উপলব্দি করে বিডি ক্লিন। আজ বিডি ক্লিন বরিশালের পূর্ব ঘোষিত ইভেন্ট ছিল “লাখুটিয়া বাজার পরিচ্ছন্নতা কার্যক্রম” ও লাখুটিয়া জমিদারবাড়িতে “চড়ুইভাতি ও পরিচ্ছন্ন আড্ডা” অনুষ্ঠান।
রিপোর্টিং টাইম ছিল সকাল ৯ টা কিন্তু প্রকৃতির খেলা কারোরই বোঝার ক্ষমতা নেই। সেই সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি এবং আসন্ন রিপোর্টিং টাইমে প্রবল বৃষ্টি। এই অঝোর বৃষ্টিকে উপেক্ষা করে ভালবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে আবারো প্রমান করল কর্তব্যের কাছে বিডি ক্লিন সদস্যরা হারে না, হেরে যায় প্রকৃতিই। বিডি ক্লিন তারুন্য হারতে শিখেনি, শিখেছে জয় করতে।
যথাসময়েই বিডিক্লিন বরিশালের নিয়মিত কার্যক্রম শুরু হয়। কার্যক্রেমর শুরুতে ১মিনিট নিরবতা পালন ও কালো ব্যাজ ধারন করা হয় বিডি ক্লিন গাজিপুরের জেলা সমন্বয়ক ওমর ফারুকের মায়ের মৃত্যুতে শোক জানানোর উদ্দেশ্য। তারপরে স্বাগত বক্তব্য রাখেন, লাখুটিয়ার কৃতিসন্তান বিডি ক্লিন বরিশালের নিয়মিত সদস্য ও এইড বাংলার সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম। শপথ বাক্য পাঠ করান ইউপি সদস্য সুমন মীর,অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সমন্বয়ক মাসুদুর রহমান।
উক্ত অনুষ্ঠানে লাখুটিয়ার শতাধিক জনসাধারন অংশগ্রহন করে। পাশাপাশি বিডি ক্লিনের কার্যক্রমের সাথে সাথে একাত্বতা প্রকাশ করে উক্ত কার্যক্রমে অংশগ্রহন করে এইড বাংলার সভাপতি ও ৪ নং লাখুটিয়া ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সুমন মীর,এইড বাংলার সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য ফাহাদ, মোজাম্মেল কাজি, স্থানীয় সমাজসেবক মোঃ রাজ্জাক হাং,ব্যবসায়ী প্রতিনিধি মোঃ আজাহার উদ্দীন, মাধবপাঁশা ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বর মোসাঃ ফাতেমা আক্তার লিপি সহ আরো অনেকে। অনুষ্ঠানে সবাই শপথ গ্রহন করে তাঁরা আর কখনো যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না। নিজে সচেতন হবেন পাশাপাশি পরিচিত কাছের লোকদের সচেতন করবেন।