জিহাদ রানা: পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোছা. খালেদা খাতুন রেখা। রবিবার (২৭ অক্টোবর) তিনি কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রথম অফিস করেন। বিকেলে তাঁকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে ১৭ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মোছা. খালেদা খাতুন রেখাকে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়ন করা হয়। উপজেলা নির্বাহি অফিসার হিসাবে মোছা: খালেদা খাতুন রেখা বিগত ২১ অক্টোবর সোমবার পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। মোছা. খালেদা খাতুন রেখা এর আগে ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বদলি হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) রফিকুল হক।