“দখল দূষণ রোধ করি, কীর্তনখোলা রক্ষা করি”
কাজী সাইফুলঃ”কীর্তনখোলা নদী সংরক্ষণে করণীয়” শীর্ষক আলোচনা সভা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম. অজিয়র রহমান, জেলা প্রশাসক, বরিশাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বরিশাল ও জনাব মোঃ আজমল হুদা মিঠু সরকার, উপ-পরিচালক, বন্দর ও পরিবহন বিভাগ, নদী বন্দর, বরিশাল।
সভাপতিত্ব করেন জনাব এস.এম. ইকবাল, বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব
স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব লিংকন বায়েন, বিভাগীয় সমন্বয়কারী, বেলা, বরিশাল।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব রফিকুল আলম, নির্বাহী পরিচালক, রান এবং নেট মেম্বর, বেলা।
উক্ত অনুষ্ঠানে বিডি ক্লিন- বরিশাল সহ বিভিন্ন সরকারী-বেসরকারী উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত সবাই মুক্ত আলোচনায় কীর্তনখোলা নদী সংরক্ষণে করণীয় সম্মন্ধে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন ও কীর্তনখোলা নদী রক্ষায় সবাই একাত্মতা ঘোষণা করেন।