পটুয়াখালীতে স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
নিউজ ডেস্কঃপটুয়াখালীতে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১ টায় দক্ষিন সবুজবাগ ৯ ম লেনের মধ্যে নিজ বাড়ীতে মোঃ বাবর আলী নামে একজন স্কুল শিক্ষক গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যু বাবর মিয়া মরহুম আব্দুল লতিফ মিয়ার ছেলে এবং পেশায় একজন স্কুল মাষ্টার ছিলেন। তিনি লোহালিয়া ইউনিয়নের পেত্তাপ পুর গ্রামের প্রাইমেরীর স্কুলের শিক্ষক।
ঘটনাস্থল পর্যবেক্ষন করে জানা যায়, বাবর আলী পটুয়াখালী জেলার দক্ষিন সবুজ বাগ এলাকার ৯ ম লেনের বাসিন্দা। মঙ্গলবার রাত ১১টার সময় সবুজ বাগের নিজ বাসার কিচেন রুমের ফ্যানের হুকের সাথে প্লাষ্টিকের রশি দ্বারা চাল ভর্তি একটি ড্রামের উপর দাঁড়িয়ে গলায় ফাঁস দেন।
স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা জানান, তিনি অনেক দিন যাবৎ মানসিক অসুস্থতায় ভুগতেছিলেন। পারিবারিক কলহ এবং মানসিক চাপের কারনে আত্মহত্যা করেছে বলে জানালেন প্রতিবেশিরা।
পটুয়াখালী সদর থানার এস আই বলেন, এখন পর্যন্ত সঠিক কোন আলামত পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা করেছে তিনি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।