বরিশালে র্যাব-৮ এর অভিযানে ফেন্সিডিলসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদনঃ বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশী/বিদেশী মাদক সংগ্রহ করে পিরোজপুর জেলার সদর থানাসহ দেশের বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল, সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ০৪ নভেম্বর ২০১৯ তারিখ পিরোজপুর জেলার সদর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৭.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী যশোর জেলার শার্শা থানা এলাকা হইতে প্রাইভেট কার যোগে পিরোজপুর জেলার উপর দিয়া মাদক জাতীয় দ্রব্য ফেন্সিডিল নিয়ে বরিশাল শহরের দিকে আসিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক ১৭.৩০ ঘটিকায় কৌশলগতভাবে পিরোজপুর জেলার সদর থানাধীন মধ্যরাস্তা সাকিনস্থ সাবেক বাতেন কমিশনারের বাড়ীর সামনে বরিশাল টু খুলনা গামী মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে গাড়ী থামিয়ে তল্লাশী; করতে থাকে। তল্লাশীর সময় ০২(দুই)টি প্রাইভেট কার চেকপোষ্টের সামনে আসলে গাড়ী থামানোর জন্য সংকেত প্রদান করে। গাড়ীর চালকদ্বয় সংকেত পেয়ে গাড়ী দুইটি চেকপোষ্টের সামনে থামায়। তখন চালক এর গতিবিধি দেখে সন্দেহ সৃষ্টি হলে গাড়ী দুইটির দিকে আগাইয়া যায়। তখন গাড়ী হতে দৌড়ে পালানোর সময় সঙ্গীয় ফোর্স ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ তরিকুল ইসলাম(২৩), পিতা- মোঃ ছাবেদ আলী, মাতা- মঞ্জুয়ারা খাতুন, সাং- গাজীর কাইবা, পোঃ পাঁচ কাইবা, থানা- শার্শা, জেলা- যশোর বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ তরিকুল ইসলাম(২৩) এর গাড়ী তল্লাশী করিয়া ৫৮৫ (পাঁচশত পঁচাশি) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ী জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী আরও স্বীকার করে যে, সে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ফেন্সিডিলের চালান সংগ্রহ করে বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।র্যাব -৮,বরিশাল সিপিএসসির। ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।