অনলাইন নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর তথ্য মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮ গেজেট প্রকাশের মাধ্যমে পুরস্কার পাওয়া শিল্পীদের নাম ঘোষণা করেছে। গেজেটে ঘোষণা অনুযায়ী আজীবন সম্মাননার তালিকায় ২০১৭ সালে রয়েছে এটিএম শামসুজ্জামান সুজাতার নাম। ২০১৮ সালের জন্য আজীবন সম্মাননা পাবেন প্রবীর মিত্র। তার সঙ্গে যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন চিত্রনায়ক আলমগীর।
আগামী ৮ ডিসেম্ববর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গুণীজনদের হাতে আজীবন সম্মাননা তুলে দেয়ার কথা রয়েছে।
দুই বছরের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণায় ২০১৭ সালের সেরা ছবি ‘ঢাকা অ্যাটাক’ এবং ২০১৮ সালের সেরা ছবি ‘পুত্র’। সেরা পরিচালক হয়েছেন ২০১৭ সালের ছবি ‘গহীন বালুচর’র নির্মাতা বদরুল আনাম সৌদ। ২০১৮ সালের সেরা নির্মাতা হিসেবে পুরস্কার জিতেছেন ‘জান্নাত’ ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
২০১৭ সালে যৌথভাবে সেরা নায়ক হয়েছেন ‘সত্তা’ ছবির জন্য শাকিব খান ও ‘ঢাকা অ্যাটাক’ ছবির জন্য আরিফিন শুভ। ২০১৮ সালে ‘পুত্র’ ছবি দিয়ে সেরা অভিনেতা হয়েছেন ফেরদৌস এবং ‘জান্নাত’ ছবি দিয়ে সেরা অভিনেতা সাইমন সাদিক।
সেরা অভিনেত্রী হয়েছেন ২০১৭ সালে ‘হালদা’ ছবিতে অভিনয়ের জন্য নুসরাত ইমরোজ তিশা এবং ২০১৮ সালে ‘দেবী’ ছবিতে অভিনয় করা জয়া আহসান।
শিরোনাম :
জাতীয় চলচ্চিত্র পুরস্কার গেজেট প্রকাশ, আজীবন সম্মাননা পেলেন চার গুণি শিল্পী
-
বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৫:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
- ৩৮৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ