অনলাইন নিউজ ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন কলকাতার খ্যাতিমান সাহিত্যিক নবনীতা দেবসেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিন্দুস্তান রোডের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। কবি, সাহিত্যিক, লেখক, প্রাবন্ধিক নবনীতার প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে সাহিত্য ও সংস্কৃতি জগৎ।
কলকাতার প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা সাহিত্যিক নবনীতার পরিবারের বরাত দিয়ে জানায়, আগামীকাল (শুক্রবার) তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
পদ্মশ্রী, সাহিত্য একাডেমিসহ বহু গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন নবনীতা। তিনি রাধারানি দেবী ও নরেন্দ্রনাথ দেবের কন্যা। বাবা ও মা দু’জনেই কবি, নবনীতাও আজীবন কাব্যচর্চা করেছেন।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে তার বিয়ে হয়েছিল ১৯৫৯ সালে। অন্তরা দেবসেন ও নন্দনা সেন নামে তাদের দুই মেয়ে রয়েছেন। ১৯৭৬ সালে তাদের বিয়েবিচ্ছেদ হয়। তার পরে উচ্চশিক্ষার জন্য বিদেশে যান তিনি। শিক্ষাবিদ নবনীতা অধ্যাপনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে। তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো কলেজের তুলনামূলক সাহিত্যে মেট্যাগ প্রফেসর ছিলেন। এ ছাড়া তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাধাকৃষ্ণাণ স্মারক লেকচারার ছিলেন।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- চলে গেলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র নবনীতা দেবসেন
চলে গেলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র নবনীতা দেবসেন
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ১২:০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
- ৫০৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ