নিউজ ডেস্ক: বরিশাল র্যাব-৮ এর অভিযানে পিরোজপুর থেকে অস্ত্রসহ এক জলদস্যু গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ওই ব্যক্তি হলেন সাইদুল ইসলাম হাওলাদার ওরফে শহিদুল। সে বাগেরহাট জেলার সরনখলার রতিয়া রাজাপুরের মৃত সৈয়জদ্দিন হাওলাদারের ছেলে।
আজ র্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব-৮ জানায়, সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার সদর থানাধীন বেকুটিয়া ফেরিঘাট এলাকায় থেকে জলদস্যু শহিদুলকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ০১ টি বিদেশী একনলা বন্দুক, ০২ টি দেশীয় একনালা বন্দুক, ০২টি রামদা, ০৯ রাউন্ড গুলিসহ অন্যান্য ব্যবহার্য্য জিনিস পত্র উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর নামে শরণখোলা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এই ব্যাপারে র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেন। র্যাবের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- র্যাব-৮ এর অভিযানে জলদস্যু গ্রেফতার, অস্ত্র উদ্ধার
র্যাব-৮ এর অভিযানে জলদস্যু গ্রেফতার, অস্ত্র উদ্ধার
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৪:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- ৪০৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ