নিজস্ব প্রতিবেদন : বরিশালের উজিরপুরে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে গাছ চাপা পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত হয়েছে প্রায় শতাধিক, লন্ডভন্ড হয়েছে উপজেলার বিভিন্ন গ্রাম ও জনপদ, ১২ নভেম্বর পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কয়েক কোটি টাকা বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। ফসলের জমি এখন পানির নিচে। ঘের থেকে বেরিয়ে গেছে লক্ষ লক্ষ টাকার মাছ। বিভিন্ন প্রজাতির গাছপালা ভেঙ্গে প্রায় ২ শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে।
বুলবুলের আঘাতে উজিরপুর যেন এক অচেনা নগরী। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভারী বর্ষণের সাথে প্রবল বেগে ঘূর্ণিঝড়ের আঘাতে পুরো উজিরপুর উপজেলায় আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে উপজেলার পৌর এলাকার ১নং ওয়ার্ডের দক্ষিন মাদার্শী গ্রামের মৃত দ্বিজেন্দ্র নাথ মজুমদারের স্ত্রী আশালতা মজুমদার (৬৫) নিজ ঘরে গাছের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। এ ছাড়া উপজেলার জয়শ্রী গ্রামের আমিরুননেছা(৬০), তার পুত্র সাইদুর (৩৫), শিকারপুর গ্রামের পারুল বেগম(৩৫), একই গ্রামের বৃষ্টি আক্তার (১৪), দক্ষিণ মাদার্শীর শাহে আলম হাওলাদার (৩০), সেলিম হাওলাদার(৫০) গাছের চাপায় গুরুতর আহত হয়। এদিকে ঝড়ের কারণে উজিরপুরের বিভিন্ন এলাকায় প্রায় কয়েক হাজার পানের বরজ বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে পুরো উজিরপুর বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। উপজেলার প্রায় ৫০ কিলোমিটার পাকা সড়ক ঝড়ের কারণে বিধ্বস্ত হয়। অনেক সড়কেই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সম্পূর্ণভাবে ঘর বিধ্বস্ত হয় পৌর এলাকার মাহার গ্রামের বিধবা সুফিয়া বেগম বসতঘর, সেলিম হাওলাদারের বসতঘর, ইচলাদী এলাকার বিধবা কোকোলার বসতঘর, দক্ষিন মাদার্শীর শাহে আলম হাওলাদার, মশাং গ্রামের সাদ্দাম মল্লিককের মুরগীর খামারসহ শতশত ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় সহস্রাধিক মানুষ আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। এদিকে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্থদের তালিকাসহ অসহায় মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ শুরম্ন করেছেন। নিহত আশালতা মজুমদারকে বরিশাল জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেছেন। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। রোববার রাতে বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস ক্ষতিগ্রস্থদের অনুদান প্রদান করেন। সোমবার দিনভর বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আস্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার জানান, ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে উজিরপুরের বিভিন্ন এলাকায় কয়েক কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েকশ পরিবার, ফসলের জমি ও মাছের ঘের এখনো পানির নিচে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহযোগিতাসহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে।