নিজস্ব প্রতিবেদন: বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে ভোলার রাজাপুরের আলোচিত সেই ভূয়া ডাক্তারের ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন, ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে বাজার মনিটরিংয়ের সময় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারের সালমা ফার্মেসীতে অভিযান চালানো হয়।
এসময় ফার্মেসির পরিচালক ডাক্তার জসিম ভূয়া প্রমানিত হলে তাকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভূয়া চিকিৎসা না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
পুনরায় যদি এই প্রতারণা চালিয়ে যাওয়া হয়। তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৫৫ ধারায় ব্যবস্থা নেওয়া হবে বলের জানান সহকারী পরিচালক।
ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান বলেন, সালমা ফার্মেসির পরিচালক কথিত সেই নামধারী ডাক্তার জসিম ভূয়া প্রমাণীত হলে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং পূনরায় ভূয়া ডাক্তারী চালিয়ে গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ ৫৫ ধারায় ব্যবস্থা নেওয়া হবে।
এসময় ঐ বাজারের আরেক ব্যবসায়ী মোঃ আবুল কালাম ফার্মেসীতেও মেয়াদোত্তীর্ণ ঔষুধ থাকায় চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শিরোনাম :
ভোলায় ভূয়া ডাক্তার ও তার ফার্মেসীতে ভোক্তা অধিকারের অভিযান
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৬:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- ২৯৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ