ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আজ ২৫ নভেম্বর আধুনিক সাংবাদিকতার পথিকৃত মুনির হোসেন -এর ১৩তম মৃত্যু বার্ষিকী

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৯:১৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
  • ৫০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সাংবাদিক মুনির হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকীতে ধানসিঁড়ি নিউজ পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

আজ সোমবার (২৫ নভেম্বর) বরিশাল প্রেসক্লাব (বর্তমানে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব) ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বরিশালে আলোরণ সৃষ্টিকারী সাহসী পত্রিকা সাপ্তাহিক “ইতিবৃত্ত” এর শ্রষ্ঠা মুনির হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী। বহুগুনে গুণান্বিত এই ব্যাক্তিত্ব মুনির হোসেন ২০০৬ সালে মাত্র ৪৩ বছর বয়সে আকস্মিক মৃত্যুবরণ করেন।

মুনির হোসেন তাঁর জীবদ্দশায় কলম হাতে নির্যাতিত নিপীড়িত মানুষের কথা অকপটে লিখেছেন। সত্য প্রকাশে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে নির্ভয়ে সামনে এগিয়ে গেছেন। বরিশালের অকুতভয় সাংবাদিকতার ইতিহাসে নিজেকে আপোষহীন প্রমাণ করে গেছেন। তিনি যেমন রাজপথে থেকে প্রগতিশীল রাজনীতির কথা বলেছেন, তেমনি কাগজের পাতায় সাহসী আঁচড় কেঁটে হয়ে উঠেছিলেন একজন দু:সাহসী কলম যোদ্ধা। আবার অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ মুনির হোসেন বরিশাল সাংস্কৃতিক অঙ্গনেও শৈল্পিক পদচারণায় নিজের প্রতিভার জানান দিয়েছিলেন।

অ্যাডভোকেট নেহাল হোসেন ও খালেদা বেগমের পুত্র মুনির হোসেনের জন্ম ১৯৬৩ সালের আগস্ট মাসে। ছাত্রাবস্থায় নিজেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রগতিশীল রাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত করা মুনির হোসেন বরিশাল নগরীর ব্রজমোহন বিদ্যালয় (বিএম.স্কুল) থেকে এসএসসি এবং বিএম. কলেজ থেকে এইচ.এস.সি ও ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তারপর যেখানেই তিনি নিজেকে যুক্ত করেছেন সেখানেই পেয়েছেন সুনাম ও খ্যাতি। তাঁর নেতৃত্বের গুণাবলীতে অল্প সময়ে নেতৃত্বের আসনে বসতে সক্ষম হয়েছিলেন।

কোন অপশক্তির কাছে মাথানত না করে মুনির হোসেন আমৃত্যু মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন মানুষ হিসেবে নিজেকে পরিচালিত করে গেছেন।

বরিশালের অন্যতম নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটারের একজন একানিষ্ঠ কর্মী হিসেবে যুক্ত থাকা মুনির হোসেন আবৃত্তি আর সঞ্চালক হিসেবে স্বল্প সময়েই সকলের নজর কেড়ে ছিলেন। ১৯৯৩ সালে মাত্র ৩০ বছর বয়সে মুনির হোসেন বরিশালের ২৭টি জোটের সমন্বয়ে গঠিত বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। মূলত নব্বইয়ের দশকে মুনির হোসেন অসাম্প্রদায়িক চেতনার একজন মানুষ হিসেবে রাজপথে সরব ছিলেন সকল অন্যায় ও অপশাসনের বিরুদ্ধে। তাঁর বলিষ্ঠ ও ভরাট কণ্ঠ মানুষকে মন্ত্রমুগ্ধের মতো আকৃষ্ট করতো।

ত্যাগ আর নিষ্ঠার সাথে কাজ করতে গিয়ে একজন সাংস্কৃতিক সংগঠক হিসেবে স্বল্প সময়ে প্রতিষ্ঠা পাওয়া মুনির হোসেন সাংবাদিক নেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

তিনি ছিলেন বরিশালের বহুল প্রচারিত স্থানীয় দৈনিক আজকের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক। এক সময়ে বরিশালের বাইরে থেকে যখন একেএম মুস্তাফিজুর রহমানের সম্পাদনায় দৈনিক প্রবাসী প্রকাশিত হতো তখন মুনির হোসেন সেই পত্রিকার বরিশাল সংবাদদাতা ছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের বরিশাল সংবাদদাতা ও জাতীয় দৈনিক জনকন্ঠের বরিশাল প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। নেতৃত্বের গুণে তিনি একাধারে ১৯৯৫, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০১ সালে বরিশাল প্রেসক্লাবের (বর্তমানে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

স্পষ্টবাদী মুনির হোসেন ছিলেন একজন স্বপ্নবাজ মানুষ। তিনি নিজে যেমনি স্বপ্ন দেখতেন তেমনি তার কাছে থাকা মানুষদেরও স্বপ্ন দেখাতেন।

একযুগ আগে মুনির হোসেন চলে গেলেও তাঁর স্মৃতি ধরে রেখে তাঁর যোগ্য উত্তরসূরী ‘দৈনিক মতবাদ’ পত্রিকার স্বত্বাধিকারী তাঁর আদর্শে কাজ করে যাচ্ছেন তাঁরই স্নেহ-আদরে বেড়ে ওঠা ছোট ভাই এস.এম জাকির হোসেন।

আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিন্ময় কৃষ্ণের সমর্থকদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত

আজ ২৫ নভেম্বর আধুনিক সাংবাদিকতার পথিকৃত মুনির হোসেন -এর ১৩তম মৃত্যু বার্ষিকী

আপডেট সময় : ০৯:১৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯

স্টাফ রিপোর্টার:
সাংবাদিক মুনির হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকীতে ধানসিঁড়ি নিউজ পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

আজ সোমবার (২৫ নভেম্বর) বরিশাল প্রেসক্লাব (বর্তমানে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব) ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বরিশালে আলোরণ সৃষ্টিকারী সাহসী পত্রিকা সাপ্তাহিক “ইতিবৃত্ত” এর শ্রষ্ঠা মুনির হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী। বহুগুনে গুণান্বিত এই ব্যাক্তিত্ব মুনির হোসেন ২০০৬ সালে মাত্র ৪৩ বছর বয়সে আকস্মিক মৃত্যুবরণ করেন।

মুনির হোসেন তাঁর জীবদ্দশায় কলম হাতে নির্যাতিত নিপীড়িত মানুষের কথা অকপটে লিখেছেন। সত্য প্রকাশে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে নির্ভয়ে সামনে এগিয়ে গেছেন। বরিশালের অকুতভয় সাংবাদিকতার ইতিহাসে নিজেকে আপোষহীন প্রমাণ করে গেছেন। তিনি যেমন রাজপথে থেকে প্রগতিশীল রাজনীতির কথা বলেছেন, তেমনি কাগজের পাতায় সাহসী আঁচড় কেঁটে হয়ে উঠেছিলেন একজন দু:সাহসী কলম যোদ্ধা। আবার অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ মুনির হোসেন বরিশাল সাংস্কৃতিক অঙ্গনেও শৈল্পিক পদচারণায় নিজের প্রতিভার জানান দিয়েছিলেন।

অ্যাডভোকেট নেহাল হোসেন ও খালেদা বেগমের পুত্র মুনির হোসেনের জন্ম ১৯৬৩ সালের আগস্ট মাসে। ছাত্রাবস্থায় নিজেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রগতিশীল রাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত করা মুনির হোসেন বরিশাল নগরীর ব্রজমোহন বিদ্যালয় (বিএম.স্কুল) থেকে এসএসসি এবং বিএম. কলেজ থেকে এইচ.এস.সি ও ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তারপর যেখানেই তিনি নিজেকে যুক্ত করেছেন সেখানেই পেয়েছেন সুনাম ও খ্যাতি। তাঁর নেতৃত্বের গুণাবলীতে অল্প সময়ে নেতৃত্বের আসনে বসতে সক্ষম হয়েছিলেন।

কোন অপশক্তির কাছে মাথানত না করে মুনির হোসেন আমৃত্যু মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন মানুষ হিসেবে নিজেকে পরিচালিত করে গেছেন।

বরিশালের অন্যতম নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটারের একজন একানিষ্ঠ কর্মী হিসেবে যুক্ত থাকা মুনির হোসেন আবৃত্তি আর সঞ্চালক হিসেবে স্বল্প সময়েই সকলের নজর কেড়ে ছিলেন। ১৯৯৩ সালে মাত্র ৩০ বছর বয়সে মুনির হোসেন বরিশালের ২৭টি জোটের সমন্বয়ে গঠিত বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। মূলত নব্বইয়ের দশকে মুনির হোসেন অসাম্প্রদায়িক চেতনার একজন মানুষ হিসেবে রাজপথে সরব ছিলেন সকল অন্যায় ও অপশাসনের বিরুদ্ধে। তাঁর বলিষ্ঠ ও ভরাট কণ্ঠ মানুষকে মন্ত্রমুগ্ধের মতো আকৃষ্ট করতো।

ত্যাগ আর নিষ্ঠার সাথে কাজ করতে গিয়ে একজন সাংস্কৃতিক সংগঠক হিসেবে স্বল্প সময়ে প্রতিষ্ঠা পাওয়া মুনির হোসেন সাংবাদিক নেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

তিনি ছিলেন বরিশালের বহুল প্রচারিত স্থানীয় দৈনিক আজকের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক। এক সময়ে বরিশালের বাইরে থেকে যখন একেএম মুস্তাফিজুর রহমানের সম্পাদনায় দৈনিক প্রবাসী প্রকাশিত হতো তখন মুনির হোসেন সেই পত্রিকার বরিশাল সংবাদদাতা ছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের বরিশাল সংবাদদাতা ও জাতীয় দৈনিক জনকন্ঠের বরিশাল প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। নেতৃত্বের গুণে তিনি একাধারে ১৯৯৫, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০১ সালে বরিশাল প্রেসক্লাবের (বর্তমানে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

স্পষ্টবাদী মুনির হোসেন ছিলেন একজন স্বপ্নবাজ মানুষ। তিনি নিজে যেমনি স্বপ্ন দেখতেন তেমনি তার কাছে থাকা মানুষদেরও স্বপ্ন দেখাতেন।

একযুগ আগে মুনির হোসেন চলে গেলেও তাঁর স্মৃতি ধরে রেখে তাঁর যোগ্য উত্তরসূরী ‘দৈনিক মতবাদ’ পত্রিকার স্বত্বাধিকারী তাঁর আদর্শে কাজ করে যাচ্ছেন তাঁরই স্নেহ-আদরে বেড়ে ওঠা ছোট ভাই এস.এম জাকির হোসেন।

আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি।