ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষ‌ণের শিকার অন্তঃসত্ত্বা ৪র্থ শ্রেণির স্কুল ছাত্রী‌র সন্তান প্রসব

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৬:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ব‌রিশাল জেলার বা‌কেরগ‌ঞ্জের এক চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষ‌ণের কারণে অন্তঃসত্ত্বা হয়ে শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে সিজা‌রের মাধ্যমে এক‌টি কন্যা সন্তান প্রসব ক‌রে‌ছে। শনিবার দুপুর ১২ টার দিকে কন্যা সন্তান প্রসব ক‌রে ঐ মেয়েটি।
চি‌কিৎসক জানান, শিশু এবং তার মা দুজ‌নেই ঝুঁকিতে র‌য়ে‌ছে। শিশু‌টি‌কে নিবির পর্যবেক্ষণ কে‌ন্দ্রে রাখা হ‌চ্ছে। আর শিশু মা‌য়ের চি‌কিৎসায় নেয়া হ‌চ্ছে স‌র্বোচ্চ ব্যবস্থা।
এর আগে ব‌রিশা‌লের জেলা প্রশাসক শিশু‌টির সা‌থে দেখা ক‌রে তা‌কে ১০ হাজার টাকা প্রদান ক‌রেন এবং আইনগতভা‌বে সহায়তা করার আশ্বাস দেন। ব‌রিশাল সি‌টি মেয়র সের‌নিয়াবাত সা‌দেক আব্দুল্লাহ ৫০ হাজার এবং হাসপাতালের প‌রিচালক ডা. বা‌কির হো‌সেন ১০ হাজার টাকা প্রদান ক‌রেন।
ব‌রিশা‌লের বা‌কেরগ‌ঞ্জের ভোজমহল সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হ‌য়ে পরায় ১০ ডিসেম্বর শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। এ ঘটনায় মামলা হ‌লেও স্থানীয়‌দের চা‌পে প্রকৃত‌ দোষী‌ প্রধান শিক্ষক ও শিক্ষিকাকে আসামী করা যায়‌নি ব‌লে অভি‌যোগ নির্যা‌তিতার।
বিষয়‌টি সময় সংবা‌দে প্রকা‌শের পর ১৩ ডি‌সেম্বর প্রচা‌রের পর এসপি, ডি‌সি এবং প‌রিচালক শিশু‌টির কা‌ছে যান এবং সহায়তার আশ্বাস দেন।’

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।

ধর্ষ‌ণের শিকার অন্তঃসত্ত্বা ৪র্থ শ্রেণির স্কুল ছাত্রী‌র সন্তান প্রসব

আপডেট সময় : ০৬:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯

নিউজ ডেস্ক: ব‌রিশাল জেলার বা‌কেরগ‌ঞ্জের এক চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষ‌ণের কারণে অন্তঃসত্ত্বা হয়ে শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে সিজা‌রের মাধ্যমে এক‌টি কন্যা সন্তান প্রসব ক‌রে‌ছে। শনিবার দুপুর ১২ টার দিকে কন্যা সন্তান প্রসব ক‌রে ঐ মেয়েটি।
চি‌কিৎসক জানান, শিশু এবং তার মা দুজ‌নেই ঝুঁকিতে র‌য়ে‌ছে। শিশু‌টি‌কে নিবির পর্যবেক্ষণ কে‌ন্দ্রে রাখা হ‌চ্ছে। আর শিশু মা‌য়ের চি‌কিৎসায় নেয়া হ‌চ্ছে স‌র্বোচ্চ ব্যবস্থা।
এর আগে ব‌রিশা‌লের জেলা প্রশাসক শিশু‌টির সা‌থে দেখা ক‌রে তা‌কে ১০ হাজার টাকা প্রদান ক‌রেন এবং আইনগতভা‌বে সহায়তা করার আশ্বাস দেন। ব‌রিশাল সি‌টি মেয়র সের‌নিয়াবাত সা‌দেক আব্দুল্লাহ ৫০ হাজার এবং হাসপাতালের প‌রিচালক ডা. বা‌কির হো‌সেন ১০ হাজার টাকা প্রদান ক‌রেন।
ব‌রিশা‌লের বা‌কেরগ‌ঞ্জের ভোজমহল সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হ‌য়ে পরায় ১০ ডিসেম্বর শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। এ ঘটনায় মামলা হ‌লেও স্থানীয়‌দের চা‌পে প্রকৃত‌ দোষী‌ প্রধান শিক্ষক ও শিক্ষিকাকে আসামী করা যায়‌নি ব‌লে অভি‌যোগ নির্যা‌তিতার।
বিষয়‌টি সময় সংবা‌দে প্রকা‌শের পর ১৩ ডি‌সেম্বর প্রচা‌রের পর এসপি, ডি‌সি এবং প‌রিচালক শিশু‌টির কা‌ছে যান এবং সহায়তার আশ্বাস দেন।’