স্টাফ রিপোর্টঃ বরিশালের কীর্তনখোলা নদীতে লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এম ভি হাজী মোহাম্মদ দুদু মিয়া নামের কার্গোটি নদীতে নিমজ্জিত হয়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কীর্তনখোলা নদীর বরিশাল নৌ-বন্দরের বিপরীত কাউয়ার চর নামক স্থানে ঢাকার উদ্দেশ্যে বরগুনা থেকে ছেড়ে আসা শাহরুখ-২ নামক যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এম ভি দুদু মিয়া নামের কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী লঞ্চের তলা ফেটে যায় এবং সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার বোঝাই কার্গোটি নিমজ্জিত হতে থাকে।
খবর পেয়ে বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষ নিমজ্জিত হতে থাকা কার্গোর স্টাফদের উদ্ধার ও তলা ফেটে যাওয়া যাত্রীবাহী লঞ্চের যাত্রী উদ্ধারের চেষ্টা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত একটায় শাহরুখ-২ লঞ্চের যাত্রীদের পূবালী-২ নামের একটি লঞ্চের মাধ্যমে উদ্ধার করে গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এছাড়াও নিমজ্জিত কার্গোটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী জাহাজ নির্ভীক কাজ করছিল।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, যাত্রীদের নিরাপদে উদ্ধার কার্যক্রম চলছে। তবে নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের সদস্যরাসহ নৌ-পুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন।
নদী বন্দর সূত্রে জানা গেছে, লঞ্চটি নদীতে বাঁক থাকা সত্ত্বেও বেপরোয়া গতিতে চলায় এ দুর্ঘটনার শিকার হয়।