নিজস্ব প্রতিবেদনঃ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের স্থগিত হওয়া ভর্তি পরিক্ষা আগামীকাল (২৭ ডিসেম্বর) থেকে শুরু হবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ (২৬ ডিসেম্বর) সাংবাদিকদের এক মতবিনিময় সভায় ববির নবনিযুক্ত উপাচার্য ড. ছাদেকুল আরেফিন বলেন,
“এবারের ভর্তি পরিক্ষায় সব ধরনের জালিয়াতি বন্ধ ও ডিজিটাল ডিভাইস এর অপব্যবহার রোধে শিক্ষার্থীদের মুখ কান অনাবৃত রাখা সহ পরিক্ষা কেন্দ্রগুলোতে নেটওয়ার্ক জ্যমার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন ভাবে সম্পন্ন করার লক্ষ্যে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান টিম দায়িত্বরত থাকবে।
তিনি আরো বলেন, “এবারের ভর্তি পরিক্ষায় পশ্নপত্র ফাঁস হওয়ার কোন সম্ভাবনা নেই। যদি এরকম কিছু ঘটে তাহলে ভর্তি পরিক্ষা বাতিল করা হবে”
এবারের ভর্তি পরিক্ষার হলে মোবাইল ফোন এবং ক্যালকুলেটরসহ অন্য যে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস রাখা যাবে না।
আগামীকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিট, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিট এবং শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর বিশ্ববিদ্যালয়সহ ১৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিট প্লান দেখতে বা ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ভিজিট করুন www.admission.eis.bu.ac.
এ বছর মোট আবেদন করেছে ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী। যা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ। ‘ক’ ইউনিট (বিজ্ঞান অনুষদে) আবেদন করেছেন ২০ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ৩৬ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, গত ১৮ ও ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উপাচার্য না থাকায় তা স্থগিত করা হয়।