অনলাইন নিউজ ডেস্ক: এক কাপ গরম কফি নিমেষেই আপনাকে চাঙ্গা করে তুলতে পারে। তবে কফি পানের পর ভ্যানিলা স্বাদের কাপটাও যদি কড়মড় করে চিবিয়ে খাওয়া যায়, তাহলে কেমন হবে? সত্যিকার অর্থেই এমন অভিজ্ঞতা পেতে চাইলে আপনাকে এয়ার নিউজিল্যান্ডের বিমানে চড়তে হবে। বিমানে বর্জ্য কমানোর লক্ষ্যে এর আগেও পরিবেশবান্ধব কাপের ব্যবস্থা করেছিল নিউজিল্যান্ডের জাতীয় বিমান সংস্থা। এবার আরও একধাপ এগিয়ে খাওয়ার যোগ্য কফি কাপের বন্দোবস্ত করল তারা।
এ ব্যাপারে ব্যবসায়িক সংস্থা টোয়াইসের সঙ্গে চুক্তি হয়েছে নিউজিল্যান্ড এয়ারলাইন্সের। সংস্থাটি ভোজ্য কাপ বানানোয় এরই মধ্যে সুনাম অর্জন করেছে। কাপ এমনভাবে তৈরি, যাতে কফির মতো উষ্ণ পানীয় রাখা সত্ত্বেও সেটি কোনোভাবেই গলবে না।
বিমান সংস্থার কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজার নিক্কি চেভ বলেন, প্রতি বছর বিমানে ৮০ লাখ কাপ কফি পান করেন যাত্রীরা। নতুন এই কাপের প্র্রচলন হওয়ার পর যাত্রীদের থেকে দারুণ প্রতিক্রিয়া পাওয়া গেছে।
এছাড়াও, নিউজিল্যান্ড এয়ারলাইন্স ও টোয়াইস দু’পক্ষেরই আরও পরিকল্পনা রয়েছে। কেবল ভোজ্য কাপ নয়, প্লেট ও ডিশেরও পরিকল্পনা করা হচ্ছে। ভবিষ্যতে এমন কাপ-ডিশে খাবার পরিবেশন করা হতে পারে এ বিমান সংস্থার উড়োজাহাজে। এর আগে জুলাই মাসে একবার ব্যবহার্য প্লাস্টিকের পাত্র ব্যবহার নিষিদ্ধ করে তারা।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- কফি পানের সাথে সাথে খাওয়া যাবে কাপও
কফি পানের সাথে সাথে খাওয়া যাবে কাপও
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৯:৪৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- ৩৩০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ