বরিশাল নিউ ভাটিখানা নিবাসী সাংবাদিক একে রিয়াজ আর নেই(ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
গত শুক্রবার রাত ১১টার দিকে তিনি নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি ও লিভার জনিত সমস্যায় ভুগছিলেন।
তিনি দৈনিক আজকের বরিশাল’র সিনিয়র স্টাফ রিপোর্টার, বরিশাল বাণী’র বিশেষ প্রতিবেদক, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব এর সদস্য এবং জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক ছিলেন।
তাঁর অকাল মৃত্যুতে ধানসিঁড়ি পরিবারের পক্ষেথেকে শোক প্রকাশ করা হচ্ছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।