ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফোন থেকে ছবি চুরি করছে যেসব অ্যাপ

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
  • ৬৬৮ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক: গত বছর গুগল তাদের প্লেস্টোর থেকে এক হাজারের বেশি অ্যাপ সরিয়েছে। এসব অ্যাপের মধ্যে কিছু ছিল অ্যাডওয়্যার, কিছু ম্যালওয়্যার এবং কিছু অ্যাপের বিরুদ্ধে ব্যবহারকারীর অজান্তেই তাঁর অবস্থান শনাক্ত ও কথোপকথন রেকর্ড করার অভিযোগ ওঠে।

এসব অ্যাপের মধ্যে সবচেয়ে বিপজ্জনক অ্যাপের তালিকায় ২৯টি অ্যাপকে রাখা হয়েছিল, যা গোপনে ফোন থেকে ছবি গায়েব করে ফেলে। এসব অ্যাপ প্লেস্টোর থেকে সরিয়ে ফেলেছে গুগল।

বিশেষজ্ঞরা বলেন, স্মার্টফোন থেকে এসব বিপজ্জনক অ্যাপ এখনো আনইনস্টল না করলে তা বিপদ ডেকে আনতে পারে। আপনার স্মার্টফোনে এসব বিপজ্জনক অ্যাপগুলো আছে কি না, দেখে নিন। এরপর তা দ্রুত সরিয়ে ফেলুন।

বিপজ্জনক অ্যাপের তালিকা:
১। সেলফি ক্যামেরা প্রো,
২। প্রো ক্যামেরা বিউটি,
৩। প্রিজমা ফটো ইফেক্ট,
৪। ফটো এডিটর,
৫। ফটো আর্ট ইফেক্ট,
৬। হরাইজন বিউটি ক্যামেরা,
৭। কার্টুন ফটো ফিল্টার,
৮। কার্টুন ইফেক্ট,
৯। কার্টুন আর্ট ফটোস,
১০। কার্টুন আর্ট ফটো,
১১। কার্টুন আর্ট ফটো ফিল্টার,
১২। অসাম কার্টুন আর্ট,
১৩। আর্ট ফ্লিপ ফটো এডিটিং,
১৪। আর্ট ফিল্টার,
১৫। আর্ট ফিল্টার ফটো,
১৬। আর্ট ফিল্টার ফটো ইফেক্টস,
১৭। আর্ট ফিল্টার ফটো এডিটর,
১৮। আর্ট ইফেক্টস ফর ফটো,
১৯। আর্ট এডিটর,
২০। ওয়ালপেপার্স এইচডি,
২১। সুপার ক্যামেরা,
২২। পিক্সার,
২৩। ম্যাজিক আর্ট ফিল্টার ফটো এডিটর,
২৪। ফিল আর্ট ফটো এডিটর,
২৫। ইমোজি ক্যামেরা,
২৬। বিউটি ক্যামেরা,
২৭। আর্টিস্টিক ইফেক্ট ফিল্টার,
২৮। আর্ট ইফেক্ট,
২৯। আর্ট ইফেক্ট অ্যাপ।

তথ্যসূত্র: গ্যাজেটস নাউ

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে বাস অটো মুখোমুখি সংঘর্ষে আহতদের হাসপাতালে খোঁজ খবর নেন জামাতে ইসলামির নেতৃবৃন্দ।

ফোন থেকে ছবি চুরি করছে যেসব অ্যাপ

আপডেট সময় : ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০

অনলাইন নিউজ ডেস্ক: গত বছর গুগল তাদের প্লেস্টোর থেকে এক হাজারের বেশি অ্যাপ সরিয়েছে। এসব অ্যাপের মধ্যে কিছু ছিল অ্যাডওয়্যার, কিছু ম্যালওয়্যার এবং কিছু অ্যাপের বিরুদ্ধে ব্যবহারকারীর অজান্তেই তাঁর অবস্থান শনাক্ত ও কথোপকথন রেকর্ড করার অভিযোগ ওঠে।

এসব অ্যাপের মধ্যে সবচেয়ে বিপজ্জনক অ্যাপের তালিকায় ২৯টি অ্যাপকে রাখা হয়েছিল, যা গোপনে ফোন থেকে ছবি গায়েব করে ফেলে। এসব অ্যাপ প্লেস্টোর থেকে সরিয়ে ফেলেছে গুগল।

বিশেষজ্ঞরা বলেন, স্মার্টফোন থেকে এসব বিপজ্জনক অ্যাপ এখনো আনইনস্টল না করলে তা বিপদ ডেকে আনতে পারে। আপনার স্মার্টফোনে এসব বিপজ্জনক অ্যাপগুলো আছে কি না, দেখে নিন। এরপর তা দ্রুত সরিয়ে ফেলুন।

বিপজ্জনক অ্যাপের তালিকা:
১। সেলফি ক্যামেরা প্রো,
২। প্রো ক্যামেরা বিউটি,
৩। প্রিজমা ফটো ইফেক্ট,
৪। ফটো এডিটর,
৫। ফটো আর্ট ইফেক্ট,
৬। হরাইজন বিউটি ক্যামেরা,
৭। কার্টুন ফটো ফিল্টার,
৮। কার্টুন ইফেক্ট,
৯। কার্টুন আর্ট ফটোস,
১০। কার্টুন আর্ট ফটো,
১১। কার্টুন আর্ট ফটো ফিল্টার,
১২। অসাম কার্টুন আর্ট,
১৩। আর্ট ফ্লিপ ফটো এডিটিং,
১৪। আর্ট ফিল্টার,
১৫। আর্ট ফিল্টার ফটো,
১৬। আর্ট ফিল্টার ফটো ইফেক্টস,
১৭। আর্ট ফিল্টার ফটো এডিটর,
১৮। আর্ট ইফেক্টস ফর ফটো,
১৯। আর্ট এডিটর,
২০। ওয়ালপেপার্স এইচডি,
২১। সুপার ক্যামেরা,
২২। পিক্সার,
২৩। ম্যাজিক আর্ট ফিল্টার ফটো এডিটর,
২৪। ফিল আর্ট ফটো এডিটর,
২৫। ইমোজি ক্যামেরা,
২৬। বিউটি ক্যামেরা,
২৭। আর্টিস্টিক ইফেক্ট ফিল্টার,
২৮। আর্ট ইফেক্ট,
২৯। আর্ট ইফেক্ট অ্যাপ।

তথ্যসূত্র: গ্যাজেটস নাউ