নিউজ ডেস্কঃ সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে এক বার্তায় এই শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
শোক বার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এর আগে, চারদিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ফজিলাতুন্নেসা বাপ্পী মারা যান।
নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক সাংসদ বাপ্পী। পরে অবস্থার অবনতি হলে গত রোববার (২৯ ডিসেম্বর) সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
ফজিলাতুন্নেসা বাপ্পী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। নবম ও দশম সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।
শিরোনাম :
সাবেক সংসদ সদস্য এডভোকেট ফজিলাতুনন্নেসা বাপ্পী আর নেই।প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- ২৭৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ