নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদের নির্বাচনী গণসংযোগ শেষে ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে চান্দগাঁও থানাধীন খাঁজা রোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুইজন।
তারা হলো- স্থানীয় যুবলীগ নেতা জাবেদুল ইসলাম জাবেদ (৩৪) ও ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন হীরা (২৯)।
জানা যায়, বিকেলে বলিরহাট এলাকায় গণসংযোগে যান নৌকা প্রতীকের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ। ফেরার পথে যুবলীগ নেতা জাবেদুল ইসলাম জাবেদ ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা ইলিয়াছ উদ্দিনের অনুসারীদের মধ্যে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ লাগে। আহত শাহাদাত হোসেন হীরা ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা ইলিয়াছ উদ্দিনের অনুসারী।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, যুবলীগ নেতা জাবেদুল ইসলাম জাবেদ ও ছাত্রলীগ নেতা ইলিয়াছ উদ্দিনের অনুসারীদের মধ্যে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ লাগে। এ ঘটনায় জাবেদুল ইসলাম জাবেদ ও শাহাদাত হোসেন হীরা আহত হয়। জাবেদুল ইসলাম জাবেদ ছুরিকাঘাতে আহত। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।